বর্ধমান, 13 ডিসেম্বর: বর্ধমান স্টেশনের 2 ও 3 নং প্ল্যাটফর্মের মাঝে জলের ট্যাংক ভেঙে পড়ে মৃত্যু হল 3 জনের ৷ আহত হলেন প্রায় 34 জন । আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনার জেরে বর্ধমান স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে।
বুধবার বেলা 12টা 8 মিনিটে বর্ধমান স্টেশনে এই দুর্ঘটনা ঘটে ৷ ঘটনার জেরে 1, 2 ও 3 নং প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ৷ সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে ট্রেন পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছে রেল ৷ স্থানীয় ও রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা বারোটা নাগাদ বর্ধমান স্টেশনের 2 ও 3 নং প্ল্যাটফর্মের মাঝে দেড় লক্ষ লিটারের জলের ট্যাংক হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের অনেকেই সেই ট্যাংকের নীচে চাপা পড়ে। স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্টেশনে থাকা অন্যান্য যাত্রীরা উদ্ধার কাজে হাত লাগায়।
প্রত্যক্ষদর্শী রাজকিশোর মণ্ডল বলেন, "এদিন খবর পেয়ে স্টেশনে আসি । এসে দেখি মানুষজন ছোটাছুটি করতে শুরু করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ।" বর্ধমান দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস বলেন, "রেলের গাফিলতির জন্য তিনজন মানুষের প্রাণ অকালে চলে গেল। এর আগেও ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল । কিন্তু রেল কোনও শিক্ষা নেয়নি ।"
শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকেরা। দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আসে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বর্ধমান থানার পুলিশ। প্রায় 30 জনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। এদের মধ্যে সেখানে তিন জনকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের মধ্যে একজন মহিলা আছেন। বর্ধমান হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মৃতরা হলেন সোনারাম টুডু, কান্তি বাহাদুর ও মাফিজা খাতুন। এদের মধ্যে মাফিজা খাতুন বর্ধমানের বাসিন্দা । কান্তি বাহাদুর বিহারের সাহেবগঞ্জ ও সোনারাম টুডু ঝাড়খন্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদীপ বলেন, "এদিন বর্ধমান স্টেশনের 2 ও 3 নং প্ল্যাটফর্মের মধ্যে থাকা একটা জলের ট্যাংকের একটা অংশ ফেটে বেশ কিছু অংশ ভেঙে পড়ে । সেই সময় প্ল্যাটফর্মে থাকা বেশ কয়েকজন আহত হয় । খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ স্টেশনে ছুটে যায় । আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় । সেখানে তিনজনের মৃত্যু হয় ।"