পূর্বস্থলী, ৩০ নভেম্বর : করোনা সংক্রমণের ফলে প্রায় দেড় বছর বন্ধ ছিল রাজ্যের স্কুল ৷ সরকারের নির্দেশে গত 16 নভেম্বর থেকে স্কুল খোলার পর থেকে আস্তে আস্তে বাড়ছিল স্কুলগামী পড়ুয়ার সংখ্যাও (School Reopened from 16 November) ৷ যদিও দু'সপ্তাহের মধ্যেই তাল কাটল ৷ করোনায় আক্রান্ত হলেন দুই শিক্ষক (Two teachers tested Covid Positive)।ঘটনাটি পূর্বস্থলী নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশনে ৷ বাকি কয়েকজন শিক্ষকও জ্বরে আক্রান্ত হয়েছেন ।
এই ঘটনার পরেই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্কুলে । স্কুল সূত্রে জানা গিয়েছে, এক শিক্ষক দিন কয়েক আগে জ্বর নিয়ে স্কুলে আসেন । পরে তিনি গত শনিবার করোনা টেস্ট করালে পজিটিভ রিপোর্ট ধরা পড়ে । এরপরে জ্বরে আক্রান্ত হন স্কুলের টিচার ইনচার্জও । তিনিও সোমবার করোনা টেস্ট করালে সেই রিপোর্ট পজিটিভ আসে । এই খবর আসার পরেই আজ গোটা স্কুল স্যানিটাইজ করা হয়েছে । বিষয়টি স্কুল শিক্ষা দফতর-সহ জেলা প্রশাসনকেও জানানো হয়েছে । জেলা প্রশাসন থেকে সাত দিন স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে (School shut down due to covid infection) ।
আরও পড়ুন : Students Corona Positive : আবাসিক স্কুলের 27 পড়ুয়া করোনা আক্রান্ত