বর্ধমান, 4 ডিসেম্বর: উত্তর ভারতের তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিজেপি ৷ এই ফলাফলের উপর ভর করে আগামী বছর লোকসভা নির্বাচনে তৃতীয়বার ক্ষমতায় আসার স্বপ্ন বুঁনছে গেরুয়া শিবির ৷ সেই বার্তাই দিতে দেখা গেল বাংলার বিজেপি সাংসদের ৷ লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি 35টি আসন পাবে বলে দাবি করছেন তাঁরা । এর মধ্যে রয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ'ও ৷ তিনি এ দিন মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে বিজেপির জয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন ৷ এই বিজেপি সাংসদ বলেন, "লোকসভা নির্বাচনের পর পরিস্থিতি এমন না হয় যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন ।" বর্ধমানে দলীয় সভায় যোগ দিতে এসে এই মন্তব্য করেন সৌমিত্র খাঁ ।
দেশ জুড়ে ফের বিজেপির গেরুয়া ঝড় উঠেছে । মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে বিজেপির কাছে বেসামাল হয়ে গিয়েছে বিরোধীরা । ব্যর্থ হয়েছে জনমত সমীক্ষা । এর ফলে নতুন করে অক্সিজেন পেয়েছে পূর্ব বর্ধমান জেলা বিজেপি । তাদের সঙ্গে দলীয় বৈঠক করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । তিনি কর্মীদের বিজেপির ফল দেখিয়ে উজ্জীবিত করেন । কর্মীদের তিনি বার্তা দেন, এই রাজ্যে বিজেপি আসা শুধু সময়ের অপেক্ষা । দেশে চারশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি বলে তাঁর দাবি । আর লোকসভাতে এই রাজ্যে 35টি আসন পাচ্ছে বিজেপি সেই বার্তা ইতিমধ্যেই দিয়ে গিয়েছেন খোদ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । সৌমিত্র খাঁর দাবি, কয়েকদিন পরে তৃণমূল কংগ্রেসের এমন অবস্থা হবে যে দলের অস্তিত্বই থাকবে না । তখন আবার না অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বিজেপিতে আসার জন্য লাইন দেয় ।