আউশগ্রাম, 9 নভেম্বর : রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার পেলেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক সদাই ফকির ওরফে সুজিত চট্টোপাধ্যায় । চলতি বছরে জানুয়ারি মাসে পদ্মশ্রী সম্মানপ্রাপকদের তালিকায় নাম ঘোষণা হয় তাঁরও ।
আজ বেলা এগারোটা নাগাদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেই পদ্মশ্রী সম্মান তুলে দেন শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়ের হাতে । সেই পুরস্কার পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত সুজিতবাবু ।
কোন অবদানের জন্য এই সম্মান পেলেন তিনি ?
পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের উত্তর রামনগর এলাকার বাসিন্দা সুজিত চট্টোপাধ্যায় । 1965 সালে তিনি রামনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন । 2004 সালে তিনি চাকরি থেকে অবসর নেওয়ার পর চারজন ছাত্র নিজেদের আর্থিক দুরবস্থার কথা জানিয়ে তাঁর কাছে টিউশন পড়ার আর্জি জানায় । ছাত্ররা সুজিতবাবুকে মাইনের কথা জিজ্ঞাসা করলে তিনি বছরে এক টাকা গুরুদক্ষিণা দিতে বলেন । সেই শুরু । এরপর 25-30 কিলোমিটার দূর থেকে ছাত্রছাত্রীরা তাঁর কাছে পড়তে আসা শুরু করে । বছর দুয়েক আগে তিনি গুরুদক্ষিণা এক টাকা থেকে বাড়িয়ে বছরে দু'টাকা করেন । তিনি নিজেই এই পাঠশালার নাম দেন 'সদাই ফকিরের পাঠশালা' ৷ সেই থেকে সদাই ফকির হিসেবে পরিচিত হন শিক্ষক সুজিত চট্টোপাধ্যায় ৷