বর্ধমান, 2 অক্টোবর : কৃষি বিলের অপপ্রচার রুখতে পথে নামল BJP । পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে কৃষি বিলের সমর্থনে একটি পথসভার আয়োজন করে BJP । কয়েক হাজার কর্মী সমর্থক এই মিছিলে পা মেলান ।
কৃষি বিল নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে শাসকদল, অভিযোগ BJP-র - নির্মল কর্মকার
গতকাল ভাতারের নাসিগ্রাম মোড়ে কৃষি বিলের সমর্থনে একটি পথসভা করা হয় । উপস্থিত ছিলেন রাজ্যের নেতৃত্ব নির্মল কর্মকার, জেলা নেতৃত্ব জয়দীপ চট্টোপাধ্যায় ও উত্তম চৌধুরি, ও ভাতার ব্লকের কনভেনার মহেন্দ্র কোঁয়ার ।
![কৃষি বিল নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে শাসকদল, অভিযোগ BJP-র burdwan news](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:58:08:1601652488-wb-bwn-02-bhatarbjprally-wb10013-01102020182755-0110f-1601557075-988.jpg)
গতকাল ভাতারের নাসিগ্রাম মোড়ে কৃষি বিলের সমর্থনে একটি পথসভা করা হয় । উপস্থিত ছিলেন রাজ্যের নেতৃত্ব নির্মল কর্মকার, জেলা নেতৃত্ব জয়দীপ চট্টোপাধ্যায় ও উত্তম চৌধুরি, ও ভাতার ব্লকের কনভেনার মহেন্দ্র কোঙার । কৃষি বিলের বিরুদ্ধে যারা বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকদের জন্য শাসনকালে তাঁদের ভূমিকা নিয়ে এদিন প্রশ্ন তুললেন BJP নেতৃত্বরা । তাঁদের কথায়, কৃষকদের স্বাধীনতার স্বার্থে এই বিল । এতদিন দালালদের হাতে শোষিত হচ্ছিল কৃষকভাইরা । আর না, এবার তাঁরা নিজেদের ইচ্ছে মতো যেখানে খুশি বিক্রি করতে পারবে তাঁদের পরিশ্রমের ফসল ।
ভাতার ব্লক BJP-র কনভেনার নেতা মহেন্দ্র কোঁয়ার জানান, কৃষকদের ভুল বোঝানো হচ্ছে কৃষি বিল নিয়ে । তাই তারই সমর্থনে আজকে আমরা ভাতার বাজারে মিছিল করলাম কয়েক হাজার লোক নিয়ে ।