তেলিনীপাড়া ঘটনা নিয়ে উসকানিমূলক মন্তব্য, গ্রেপ্তার RSS কর্মী - গ্রেপ্তার RSS কর্মী
হুগলির ভদ্রেশ্বরের তেলিনীপাড়ার হিংসাকে ঘিরে ফেসবুকে উসকানিমূলক মন্তব্য করেন অমিত রায় । এরপরই বর্ধমান থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে ।
বর্ধমান, 17 মে: ফেসবুকে উসকানিমূলক মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার RSS কর্মী তথা বর্ধমানের হিন্দু জাগরণ মঞ্চের প্রাক্তন সভাপতি অমিত রায় । রবিবার তাঁকে পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত ।
অভিযোগ, হুগলির ভদ্রেশ্বরের তেলিনীপাড়ার হিংসার ঘটনাকে ঘিরে ফেসবুকে উসকানিমূলক মন্তব্য করেন অমিত রায় । এরপরই বর্ধমান থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে । বাজেয়াপ্ত করা হয় মোবাইল ফোনটি । পুলিশ জানতে পেরেছে ওই RSS কর্মী একাধিকবার এই ধরনের উসকানিমূলক মন্তব্য করে এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছেন । তেলিনীপাড়া সংক্রান্ত লিফলেট ছাপিয়ে বিলি করার চেষ্টা করেছিলেন বলে পুলিশের কাছে তিনি স্বীকার করেছেন ।
হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, সোশাল মিডিয়ায় উসকানিমূলক পোস্ট করার অভিযোগ তুলে অমিত রায়কে গ্রেপ্তার করা হয়েছে । হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে । যদি অন্যায়ভাবে পুলিশ হিন্দু নেতাদের গ্রেপ্তার করে তাহলে আগামী দিনে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানানো হয়েছে ।