পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dead Body Found : বর্ধমানে ঘর থেকে পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ - পূর্ব বর্ধমান

বর্ধমান শহরে নিজের বাড়ি থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হল ৷ মৃতের নাম সমিত রক্ষিত (65) । কীভাবে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷

Dead Body Found
বর্ধমানে ঘর থেকে পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ

By

Published : Nov 17, 2021, 11:15 AM IST

বর্ধমান, 17 নভেম্বর: এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হল তাঁর নিজের বাড়ি থেকেই । ঘটনাটি বর্ধমান শহরের 5 নম্বর ইছলাবাদ এলাকার । মঙ্গলবার বর্ধমান থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে । পুলিশ জানিয়েছে, মৃতের নাম সমিত রক্ষিত (65)। তবে কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে পুলিশ এবং স্থানীয়রা ধন্দে রয়েছেন ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করতেন । অবসর নেওয়ার পর তিনি বাড়িতে একাই থাকতেন । পাড়ার কারও সঙ্গে তেমন মেলামেশা করতেন না । গত রবিবার তাঁকে শেষবারের মতো বাইরে ঘুরতে দেখা গিয়েছিল । এদিন তাঁর বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে থাকে । বিকেল নাগাদ স্থানীয়রা বর্ধমান থানার পুলিশকে খবর দিলে পুলিশ দরজা ভেঙে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে নিয়ে যায় ।

বর্ধমানে ঘর থেকে পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ

আরও পড়ুন: অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাবাকে হেনস্থার অভিযোগ

স্থানীয়দের অনুমান, হার্ট অ্যাটাক হয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে ৷ প্রতিবেশী সজল দাস বলেন, "সকাল থেকেই এলাকায় দুর্গন্ধ বাড়ছিল । বুঝতে পারা যায়, এই ব্যক্তির বাড়ির থেকে গন্ধ বের হচ্ছে । উনি বাড়িতে একাই থাকতেন । পুলিশে খবর দেওয়া হলে ঘরের তালা ভেঙে পুলিশ দেখেন সমিত রক্ষিত মরে পড়ে আছে । কীভাবে মারা গিয়েছেন তা জানা নেই ।" আরেক প্রতিবেশী জয়দেব বন্দ্যোপাধ্যায় বলেন, "উনি কারও সঙ্গে মেলামেশা করতেন না । পাড়ার কোনও কিছুতেই থাকতেন না । তাই কেউ কিছু জানতেও পারেনি ৷ শেষে দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয় ।"

ABOUT THE AUTHOR

...view details