আউশগ্রাম, 9 মার্চ : বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ ৷ মৃত দুই বাইক আরোহী । পূর্ব বর্ধমানের আউশগ্রামের অভিরামপুর এলাকার ঘটনা ৷
আরও পড়ুন : আজ নয়, নেত্রীর মনোনয়নের পরেই ইস্তাহার তৃণমূলের
আউশগ্রাম, 9 মার্চ : বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ ৷ মৃত দুই বাইক আরোহী । পূর্ব বর্ধমানের আউশগ্রামের অভিরামপুর এলাকার ঘটনা ৷
আরও পড়ুন : আজ নয়, নেত্রীর মনোনয়নের পরেই ইস্তাহার তৃণমূলের
মৃতদের নাম দিলীপ বাউরি (50) ,অতুল মণ্ডল (56) ৷ আউশগ্রামের ভালকি গ্রামের বাসিন্দা । পুলিশ জানিয়েছে, বাইকে করে দু'জন গুসকরায় কীটনাশক ওষুধ কিনতে যাচ্ছিলেন ৷ অভিরামপুরে পেট্রলপাম্পের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা মারে ৷ ঘটনার জেরে বাইকটি বাসের তলায় ঢুকে যায় ৷
আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে দু'জনকেই মৃত ঘোষণা করা হয় ৷ ঘাতক বাসটিকে আটক করেছে আউশগ্রাম থানার পুলিশ ৷