পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Renu Khatun : প্রতিবন্ধকতা কর্মজীবনে প্রভাব ফেলবে না, কাজে যোগ দিয়ে আত্মবিশ্বাসী রেণু - Renu Khatun

এভাবেও ফিরে আসা যায় ৷ এই কথাটা ফের প্রমাণ করলেন রেণু খাতুন (Renu Khatun)৷ মঙ্গলবার মুখ্য স্বাস্থ্য দফতরের অফিসে নার্সের চাকরিতে যোগ দিলেন তিনি ৷

Renu Khatun
কাজে যোগ দিলেন রেণু খাতুন

By

Published : Jun 21, 2022, 9:07 PM IST

বর্ধমান, 21 জুন :অবশেষে স্বপ্নপূরণ হল রেণুর ৷ মঙ্গলবার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে গিয়ে নার্স হিসেবে কাজে যোগ দিলেন রেণু খাতুন (Renu Khatun joins as nurse in District Chief Health Office in Bardhaman)। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায় তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেন । জানা গিয়েছে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে রেণু কাজ করবেন ।

বর্ধমানে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে কাজে যোগ দিলেন রেণু খাতুন
প্রসঙ্গত, স্ত্রী বেসরকারি হাসপাতালে নার্সের চাকরি করে । এরপর যদি সরকারি হাসপাতালে চাকরি পেয়ে যায় তাহলে হয়ত স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে পারে এই হীনমন্যতায় ভুগছিলেন রেণু খাতুনের স্বামী শের মহম্মদ ৷ এই নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি ৷ কিন্তু যখন জানতে পারেন যে স্ত্রী কখনওই এই চাকরি ছাড়বে না তখন সুপারি কিলার দিয়ে গত 6 জুন রেণুর কবজি কেটে নেন শের মহম্মদ ৷ এই ঘটনার পর থেকেই চাকরি নিয়ে চিন্তাই ছিলেন রেণু ৷ এই অবস্থায় তাঁর পাশে দাঁড়িয়ে আশ্বস্ত করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

তারপর মঙ্গলবার নার্সিং স্টাফ পদে কাজে যোগ দেন রেণু খাতুন । গত সপ্তাহেই দুর্গাপুরে স্বাস্থ্য দফতরের তরফে নিয়োগপত্র তুলে দেওয়া হয় তাঁকে । এদিন কাজে যোগ দিয়ে রেণু জানান, তার এই প্রতিবন্ধকতা কর্মজীবনে কোনও প্রভাব ফেলবে না ।

আরও পড়ুন :Husband cuts Wife's Wrist : স্ত্রী পেয়েছেন সরকারি চাকরি, হীনমন্যতায় স্ত্রীর হাত কেটে দিল স্বামী

For All Latest Updates

TAGGED:

Renu Khatun

ABOUT THE AUTHOR

...view details