বর্ধমান, 21 জুন :অবশেষে স্বপ্নপূরণ হল রেণুর ৷ মঙ্গলবার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে গিয়ে নার্স হিসেবে কাজে যোগ দিলেন রেণু খাতুন (Renu Khatun joins as nurse in District Chief Health Office in Bardhaman)। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায় তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেন । জানা গিয়েছে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে রেণু কাজ করবেন ।
Renu Khatun : প্রতিবন্ধকতা কর্মজীবনে প্রভাব ফেলবে না, কাজে যোগ দিয়ে আত্মবিশ্বাসী রেণু - Renu Khatun
এভাবেও ফিরে আসা যায় ৷ এই কথাটা ফের প্রমাণ করলেন রেণু খাতুন (Renu Khatun)৷ মঙ্গলবার মুখ্য স্বাস্থ্য দফতরের অফিসে নার্সের চাকরিতে যোগ দিলেন তিনি ৷
কাজে যোগ দিলেন রেণু খাতুন
তারপর মঙ্গলবার নার্সিং স্টাফ পদে কাজে যোগ দেন রেণু খাতুন । গত সপ্তাহেই দুর্গাপুরে স্বাস্থ্য দফতরের তরফে নিয়োগপত্র তুলে দেওয়া হয় তাঁকে । এদিন কাজে যোগ দিয়ে রেণু জানান, তার এই প্রতিবন্ধকতা কর্মজীবনে কোনও প্রভাব ফেলবে না ।
আরও পড়ুন :Husband cuts Wife's Wrist : স্ত্রী পেয়েছেন সরকারি চাকরি, হীনমন্যতায় স্ত্রীর হাত কেটে দিল স্বামী
TAGGED:
Renu Khatun