পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Life Imprisonment : খুনের হুমকি দিয়ে ছাত্রীকে ধর্ষণ, যাবজ্জীবন কারাদণ্ড অভিযুক্তের - a person accused of rape case life imprisonment at Purbasthali

দশম শ্রেণির এক ছাত্রীকে প্রাণে মারার হুমকি দিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কালনা আদালত (Accused Life Imprisonment)। এই ব্যক্তির নাম প্রদ্যুৎ বিশ্বাস ৷

Accused Life Imprisonment
খুনের হুমকি দিয়ে ছাত্রীকে ধর্ষণ যাবজ্জীবন কারাদণ্ড অভিযুক্তের

By

Published : Mar 23, 2022, 10:51 PM IST

পূর্বস্থলী, 23 মার্চ: দশম শ্রেণির এক ছাত্রীকে প্রাণে মারার হুমকি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কালনার বিশেষ জেলা ও দায়রা আদালত (Accused Life Imprisonment)। এদিন প্রদ্যুৎ বিশ্বাস নামে ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গিয়েছে, 2018 সালের 30 মে মেয়েটির বাবা পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগ করে বলেন, "প্রদ্যুৎ নামে এক ব্যক্তি আমার মেয়েকে প্রাণে মারার হুমকি দিয়ে তার দোকানের পিছনে নিয়ে গিয়ে ধর্ষণ করে । প্রদ্যুৎ বিশ্বাসকে সাহায্য করে ভাই স্বরূপ বিশ্বাসও । আমার মেয়েকে বারবার হুমকি দেওয়া হয় প্রাণে মেরে ফেলার। এরপরেই পুলিশে অভিযোগ জানাই আমরা ৷ "

আরও পড়ুন: বাবা, মা ও মেয়ের একসঙ্গে দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

কিছুদিন পরে এই ছাত্রীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পূর্বস্থলী থানায় পুলিশ প্রদ্যুৎ ও তার ভাই স্বরূপকে গ্রেফতার করে। পরে স্বরূপ বিশ্বাস জামিনে ছাড়া পায়। পসকো আইনে মামলা চলতে থাকে। এদিন প্রদ্যুৎকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।

ABOUT THE AUTHOR

...view details