পূর্বস্থলী, 23 মার্চ: দশম শ্রেণির এক ছাত্রীকে প্রাণে মারার হুমকি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কালনার বিশেষ জেলা ও দায়রা আদালত (Accused Life Imprisonment)। এদিন প্রদ্যুৎ বিশ্বাস নামে ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গিয়েছে, 2018 সালের 30 মে মেয়েটির বাবা পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগ করে বলেন, "প্রদ্যুৎ নামে এক ব্যক্তি আমার মেয়েকে প্রাণে মারার হুমকি দিয়ে তার দোকানের পিছনে নিয়ে গিয়ে ধর্ষণ করে । প্রদ্যুৎ বিশ্বাসকে সাহায্য করে ভাই স্বরূপ বিশ্বাসও । আমার মেয়েকে বারবার হুমকি দেওয়া হয় প্রাণে মেরে ফেলার। এরপরেই পুলিশে অভিযোগ জানাই আমরা ৷ "