ক্ষমতায় এলে পুলিশকে জুতো চাটাব : রাজু বন্দ্যোপাধ্যায় - রাজু বন্দ্যোপাধ্যায়
জামালপুরে সভা করে গেরুয়া শিবির । প্রধান বক্তা ছিলেন রাজু বন্দ্যোপাধ্যায় । সভা থেকে "পুলিশকে জুতো চাটাব" বলে মন্তব্য করেন তিনি ।
জামালপুর, 17 অগাস্ট: "ক্ষমতায় এলে পুলিশকে জুতো চাটাব ।" গতকাল জামালপুরে BJP-র এক সভায় এই মন্তব্য করেন BJP-র রাজ্য সহ সভাপতি তথা রাঢ়বঙ্গ জ়োনের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায় । গতকাল পূর্ব বর্ধমান জেলার জামালপুরের ভেরিলি মোড়ে বাংলা বাঁচাও গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে একটি সভার আয়োজন করেছিল গেরুয়া শিবির । সেই সভায় মূল বক্তা ছিলেন তিনি ।
সভা থেকে রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "তৃণমূল কংগ্রেসের গুন্ডারা প্রকাশ্যে রাস্তার উপরে পুলিশকে পেটাচ্ছে । তৃণমূলের গুন্ডাদের ভয়ে পুলিশ দৌড় লাগাচ্ছে । টেবিলের তলায় লুকিয়ে পড়ছে । এই পুলিশকে কি আমরা চাই ? শুধু BJP কর্মীদের উপরই কেস দেওয়া হচ্ছে । এদিকে মা-বোনেদের উপরে অত্যাচার হচ্ছে । মা-বোনেরা পুলিশের পা ধরে কাঁদছে । বাঁচাও বাঁচাও আর্তনাদ করলেও পুলিশ নির্বিকার । এই পুলিশকে কী বলব? আমরা ক্ষমতায় এলে পায়ের জুতো চাটাব ।"