বর্ধমান, 6 জানুয়ারি: কলকাতায় বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনার মুখে পড়ল রায়নার বিধায়ক শম্পা ধাড়ার (Raina MLA Shampa Dhara) গাড়ি । শুক্রবার দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) গুড়াপ পেরিয়ে মহেশ্বরপুর এলাকায় । অল্পের জন্য বড় রক্ষা পেয়েছেন বিধায়ক শম্পা ধাড়া । যদিও শম্পা ধাড়া ও তাঁর গাড়ির চালক দুজনেই অল্প চোট পেয়েছেন বলে জানা গিয়েছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়নার বিধায়ক তথা পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া এদিন কলকাতায় বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির (Assembly Standing Committee) বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন । জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় হুগলির গুড়াপ পেরোনোর পরে মহেশ্বরপুর এলাকার কাছে তাঁদের গাড়ি এগোচ্ছিল । তাঁদের সামনে ছিল অন্য একটা গাড়ি ।
হঠাৎ একটা ট্রাক্টর পাশের রাস্তা থেকে জাতীয় সড়কে (National Highway) উঠে পড়ে । ফলে সামনের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাক্টরে ধাক্কা মারে । ফলে বিধায়কের গাড়িটিও নিয়ন্ত্রণ রাখতে না পেরে ওই গাড়ির পিছনে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় । বিধায়কের গাড়ির পিছনে কোনও গাড়ি না থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি । তবে পিছনে অন্য কোনও গাড়ি থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করা হচ্ছে ৷