পূর্ব বর্ধমান, 26 মে : সকাল থেকে পূর্ব বর্ধমান জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি, সেই সঙ্গে চলছে ঝোড়ো হাওয়ার দাপট । জেলা প্রশাসন জানিয়েছে ঘূর্ণিঝড় যশ নিয়ে জেলায় সতর্কতা জারি করা হয়েছে । বর্ধমানের নদী ও নদীবাঁধগুলিতে নজরদারি চালানো হয়েছে । কালনায় ফেরিঘাটগুলিতে পরিষেবা বন্ধ রাখা হয়েছে ।
পূর্ব বর্ধমানে শুরু বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, প্রস্তুত প্রশাসন - Purba Bardhaman
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ওডিশা উপকূলে আছড়ে পড়েছে যশ ৷ যার প্রভাবে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে পূর্ব বর্ধমানে, সঙ্গে ঝোড়ো হাওয়া ৷ জেলা প্রশাসনের তরফে জেলাশাসক জানালেন বিপর্যয় মোকাবিলার সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে ৷
যশের প্রভাবে বৃষ্টি পূর্ব বর্ধমানে
আরও পড়ুন : কুলতলির গোপালগঞ্জে মাতলা নদীর বাঁধে ভাঙন
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ঘূর্ণিঝড় যশের প্রভাবে ঝড়বৃষ্টির সঙ্গে পূর্ণিমার কারণে দামোদর, অজয়, ভাগীরথী, কুনুর, বাঁকা নদীগুলোতে জলস্ফীতি দেখা দিতে পারে । তবে একমাত্র ভাগীরথী ছাড়া অন্য কোনও নদীর জল বিপদসীমার উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছে সেচ দফতর । নদী তীরবর্তী এলাকার মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে । বিপর্যয় মোকাবিলায় সমস্ত দফতরকে প্রস্তুত রাখা হয়েছে ।