বর্ধমান, 25 মার্চ : বর্ধমান হাওড়া কর্ড লাইনে (Burdwan-Howrah Train) কাজের জন্য শনিবার রাত বারোটা থেকে রবিবার রাত পর্যন্ত বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে । এর ফলে যাত্রী দুর্ভোগের আশংকা করা হচ্ছে। রেলসূত্রে খবর, রবিবার ট্রাফিক পাওয়ার ব্লক করা হবে। ফলে সারাদিন বর্ধমান-হাওড়া কর্ড লাইনে ব্যাহত হবে ট্রেন চলাচল। সেইসঙ্গে মেইন লাইন দিয়েও বেশ কিছু দূরপাল্লার ট্রেন চালানো হবে।
রেলসূত্রে জানা গিয়েছে, বর্ধমান-হাওড়া কর্ড লাইনের বেলানগর স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিং বদলের কাজ শুরু হবে শনিবার রাতে। এই কারণেই বাতিল করা হয়েছে কর্ড লাইনের শাখার আপ ও ডাউন লাইনের লোকাল ট্রেন (all trains canceled on cord line on Burdwan-Howrah)। তবে আপ ও ডাউন হাওড়া ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস, হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, হাওড়া মুম্বই এক্সপ্রেস মেইন লাইন শাখার ব্যান্ডেল হয়ে চলাচল করবে। এদিকে রবিবার, সরকারি চাকরির পরীক্ষাও রয়েছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে রবিবার 10 জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। বর্ধমান ডানকুনি লাইনের মধ্যে আট জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। এরমধ্যে বর্ধমান থেকে প্রথম স্পেশাল ট্রেন ছাড়বে সকাল 5 টা 40 মিনিটে আর শেষ লোকাল ট্রেন ছাড়বে সন্ধে 6 টা 45 মিনিটে।