পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যশ : আমফান থেকে শিক্ষা নিয়ে ট্রেনের চাকায় শিকল - rail authority tied wheels of trains for yaas

যশ মোকাবিলায় মঙ্গলবার বর্ধমান স্টেশনের রেল ইয়ার্ডে থাকা ট্রেনগুলির চাকা চেন দিয়ে বেঁধে রাখল রেল কর্তৃপক্ষ ।

rail authority tied wheels of trains for yaas
যশ

By

Published : May 26, 2021, 6:35 AM IST

বর্ধমান, 26 মে : আমফান থেকে শিক্ষা নিয়ে যশ মোকাবিলায় তৎপর রেল । মঙ্গলবার বর্ধমান স্টেশনের রেল ইয়ার্ডে থাকা ট্রেনগুলির চাকা চেন দিয়ে বেঁধে রাখল রেল কর্তৃপক্ষ । রেল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বেশ কিছু মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে । পাশাপাশি কমানো হয়েছে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা ।

বর্ধমান স্টেশনের স্টেশন ম্যানেজার স্বপন অধিকারী বলেন,"যশ মোকাবিলায় রেলের তরফে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে । সতর্কতা হিসেবে কুইক রেসপন্স টিম তৈরি করে রাখা হয়েছে । এছাড়া অন্যান্য ব্যবস্থাও রাখা হয়েছে । কোথাও কোন গাছ পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটলেও ব্যবস্থা নেওয়া হবে । ইয়ার্ডে যে সমস্ত ট্রেন আছে সেই ট্রেনগুলিকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে । আরপিএফ, জিআরপিকে প্রস্তুত রাখা হয়েছে ।

আরও পড়ুন : যশে অতিবৃষ্টি হলেও বন্যার আশঙ্কা নেই : ডিভিসি

তিনি বলেন, "যদি কোনও কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে সেকথা মাথায় রেখে দুদিনের জন্য জ্বালানি রেখে জেনারেটরের ব্যবস্থাও করা হয়েছে । বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে । এছাড়া স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে । 26 ও 27 তারিখ দুপুর তিনটের পরে হাওড়ার দিকে কোনও ট্রেন চালানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details