পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rahul Sinha Slams Arjun Singh : অর্জুন সিংয়ের তো তৃণমূলে ফেরা ছাড়া কোনও উপায় ছিল না : রাহুল - অর্জুন সিংয়ের ওপর একাধিক বিষয়ে আঙুল তুললেন রাহুল সিনহা

সোমবার বর্ধমানে বিজেপির দলীয় কার্যালয় ছিল ৷ তাতে যোগ দিয়েছিলেন রাহুল সিনহা। এদিনের এই সভায় তিনি অর্জুন সিংয়ের ওপর একাধিক বিষয়ে আঙুল তুললেন (Rahul Sinha Slams Arjun Singh at BJP Meeting) ৷

Rahul Sinha Slams Arjun Singh
অর্জুন সিংয়ের ওপর একাধিক বিষয়ে আঙুল তুললেন রাহুল সিনহা

By

Published : May 30, 2022, 11:08 PM IST

বর্ধমান, 30 মে :"অর্জুন সিং তো মাসলম্যান তাই তৃণমূল-কংগ্রেসে না ফিরে উপায় ছিল না ৷" সোমবার বর্ধমানে দলীয় কার্যালয়ে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha Slams Arjun Singh at BJP Meeting) ।

তিনি বলেন, "ভারতীয় জনতা পার্টি সংবিধান মেনে কাজ করে চলেছে। এখন একটা বড় প্রশ্ন আসন্ন পঞ্চায়েত ভোট সত্যিকারের ভোট হবে কি না ? গত পঞ্চায়েত নির্বাচনের মতোই লুটের ইলেকশন হবে কি না। যদি রাজ্য নির্বাচন কমিশন দিয়ে হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকাও যা বর্তমানে যিনি নির্বাচন কমিশনার আছেন তিনি থাকাও একই ব্যাপার। সেই কারণে স্বচ্ছ অবাধ নির্বাচন করার সাহস যদি তৃণমূল-কংগ্রেসের থাকে তাহলে পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করে দেখাক।"

এছাড়াও তিনি বলেন, "উনি হচ্ছেন নাটের গুরু। এরপর সবাইকে ডেকে জেলে ঢুকিয়ে দেওয়ার কাজ শুরু হবে। তৃণমূল, বিজেপির বিরুদ্ধে আজে-বাজে রটিয়ে নিজেদের মনোবল বাড়াতে চাইছে। তৃণমূল-কংগ্রেসে যে সমস্ত বিধায়ক-সাংসদরা যাওয়ার তাঁরা সবাই চলে গিয়েছেন। আর কেউ যাওয়ার নেই। এখন যাঁরা রয়েছেন তাঁরা ভারতের জনতা পার্টির সাচ্চা কার্যকর্তা"৷

আরও পড়ুন :চন্দ্রিমার ভুল ধরিয়ে মমতার মন্ত্রীদের অর্ধ শিক্ষিত বললেন শুভেন্দু

তিনি আরও জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আজ প্রায় ছয়-সাত মাস ধরে কত লোকের লিস্ট তৈরি করেছেন। অর্জুন সিংয়ের তো তৃণমূল-কংগ্রেসে ফেরা ছাড়া কোনও উপায় ছিল না ৷ কারণ অর্জুন সিংয়ের যাঁরা সঙ্গী-সাথী তাঁরা সবাই তাঁকে ছেড়ে তৃণমূল-কংগ্রেসে চলে গিয়েছেন। আসলে তিনি মাসলম্যান ! মাসলরা চলে গিয়েছেন তাই ম্যান একা পড়ে থেকে কী করবে তাই ম্যান অর্থাৎ অর্জুনের তৃণমূল-কংগ্রেসে যাওয়া ছাড়া কোনও রাস্তা ছিল না। এছাড়াও প্রচুর খুনের মামলা, দুর্নীতির মামলা তাঁর বিরুদ্ধে রয়েছে ৷ এই ধরনের লোক যত বিজেপি ছেড়ে চলে যাবে তত বিজেপির মঙ্গল হবে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details