বর্ধমান, 10 ফেব্রুয়ারি : দলবদলের মরশুমে জল্পনা বাড়ালেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্য়ায় ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি আর ভোটের লড়াইয়ে দাঁড়াতে চান না ৷ এই মর্মে চিঠি পাঠালেন দলের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে ৷
‘‘আমার আর রাজনীতি ভাল লাগছে না ৷ তাছাড়া, বয়সও হয়েছে ৷ তাই আসন্ন বিধানসভা নির্বাচনে আমি আর ভোটে দাঁড়াতে চাই না।’’ সূত্রের খবর, এই ভাষাতেই মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক।
মঙ্গলবারই কালনার জনসভায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন পুলিশকর্তা হুমায়ুন কবীর। গুঞ্জন, তিনি নাকি বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের টিকিটে ভোটে লড়তে পারেন ৷ যার বিদায়ী বিধায়ক রবিরঞ্জন ৷ অন্যদিকে, হুমায়ুন কবীর আবার এই কেন্দ্রেরই জামাই ৷ অর্থাৎ এখানেই তাঁর শ্বশুরবাড়ি ৷