পানাগড় বায়ু সেনা ছাউনিতে দ্রুত উড়িয়ে আনা হল পাঁচ কোম্পানি আধাসেনা দুর্গাপুর, 7 জুলাই:কলকাতায় আধা সামরিক বাহিনীর জওয়ানদের নামিয়ে এরপর তাদের জেলায় পাঠানো সময় সাপেক্ষ। তাই কাঁকসার পানাগড়ে অর্জন সিং বায়ুসেনা বিমান ঘাঁটিতেই এয়ার লিফটিং করানো হল কেন্দ্রীয় বাহিনীকে ৷ লেহ থেকে পাঁচ কোম্পানি বাহিনী বিশেষ বাহিনীকে এদিন বিমানে উড়িয়ে আনা হয় শুক্রবার। এখান থেকেই বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে আধা সেনা জওয়ানদের। কিন্তু প্রশ্ন উঠছে, পাঁচ ডিগ্রি তাপমাত্রা থেকে সরাসরি প্রায় 40 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছে কতটা দ্রুততার সঙ্গে কাজ করতে পারবে এই বাহিনী ? আর যার জেরে আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য জওয়ানদের বেশ কিছুক্ষণ বায়ু সেনার ঘাঁটিতেই বিশ্রামে রাখা হয় ৷ এরপরই তাদের বিভিন্ন জায়গায় পাঠানো হবে বলে জানা গিয়েছে ৷
এখনও পর্যন্ত খবর, পানাগড় বায়ুসেনা ঘাঁটি থেকে বীরভূম, হুগলি, মালদহ, বাঁকুড়া, পুর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান-সহ বিভিন্ন জেলায় আধা সামরিক বাহিনী যাবে। কিন্তু প্রশ্ন উঠছে সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার ফুট উঁচুতে অবস্থিত লেহ-লাদাখে এই মুহূর্তে তাপমাত্রার পারদ প্রায় পাঁচ ডিগ্রির কাছাকাছি ৷ অতি দ্রুত এত ঠান্ডা পরিবেশ থেকে এই পাঁচ কোম্পানি বাহিনীকে জেলার প্রত্যেকটি বুথে মোতায়েন করার জন্যই অতি দ্রুততার সাথে আনা হয়েছে এদিন। অথচ এই জেলাগুলিতে তাপমাত্রা মোটের ওপর প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে ঘোরাফেরা করছে। তার সঙ্গেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাতাসে আর্দ্রতার পরিমাণও বেড়েছে। ফলে প্রশ্ন ওঠা স্বাভাবিক, যে লাদাখের ওই শীতল পরিবেশ ছেড়ে ভোটের মাত্র 24 ঘণ্টা আগে এই পাঁচ কোম্পানি আধা সামরিক বাহিনী কি আদৌ কাজ করতে পারবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার গ্রামগুলিতে?
দ্রুত আধা সামরিক বাহিনীকে এনে এদিন নামানো হয় পানাগড়ে বায়ুসেনার ঘাঁটিতে ৷ সেখানে অবতরণের পরই দক্ষিণবঙ্গের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে এই পাঁচ কোম্পানি আধা সামরিক বাহিনীর জওয়ানদের বেশ কয়েক ঘণ্টা পানাগড় বায়ুসেনা ছাউনিতেই রাখা হয় । এই পাঁচ কোম্পানি বাহিনীর মধ্যে সবচেয়ে বেশি জওয়ান রয়েছে যারা আইটিবিপি-র জওয়ান বলেও সুত্র মারফত জানা গিয়েছে। কমিশনকে আদালতের নির্দেশ প্রত্যেকটি বুথে আধা সামরিক বাহিনী মোতায়েন করতে হবে ৷ রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন থাকবে জেলার বুথগুলিতে। সেই মতোই পাঁচ কোম্পানি আধা সেনা জওয়ানদের আজ লেহ থেকে অতি দ্রুততার সঙ্গে যাতে বিভিন্ন জেলায় পাঠানো যায় তাই পানাগড়ে বিশেষ বিমানে তাদেরকে নিয়ে আসা হয় ৷
আরও পড়ুন:মুর্শিদাবাদে সবচেয়ে বেশি সংখ্যক বাহিনী মোতায়েন, কেন্দ্রের নির্দেশ মেনে নিল কমিশন
জানা গিয়েছে, অবতরণের পরই পানাগড়ে অর্জন সিং বায়ু সেনা ছাউনিতে এই আধাসেনা জওয়ানদের এখানকার আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে রাখা হয় বেশ কয়েক ঘণ্টা। এরপর প্রায় সুর্যের প্রখর তাপ কমার পরই কমিশনের বাসে জেলায় জওয়ানদেরকে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। ইতিমধ্যেই রাজ্যজুড়ে বেশ কিছু জেলায় পরিবেশ পরিস্থিতি অশান্ত হতে শুরু করেছে। নির্বাচনের মনোনয়নপত্র দাখিল পর্ব থেকে এখনও পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কাল পর্যন্ত রাজনৈতিক হিংসায় 18 জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ লেহ-লাদাখের ঠাণ্ডা থেকে এয়ার লিফটিং করে নিয়ে আসা এই সেনা জওয়ানরা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কি এই আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে পারবেন? তারা কি আদৌ পারবেন এত গরমে দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ বীরভূম, মালদহ, হুগলী-সহ দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলার ভোটারদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে?