পশ্চিমবঙ্গ

west bengal

Rampurhat Massacre : বগটুই যাওয়ার পথে অধীরের গাড়ি থমকানো নিয়ে উঠছে প্রশ্ন

কংগ্রেসের অভিযোগ, পরিকল্পনা করেই ইচ্ছাকৃতভাবে বৃহস্পতিবার অধীর চৌধুরীর গাড়ি আটকে দেওয়া হয়েছিল ভেদিয়া রেলগেটের কাছে ৷ অবশ্য তারপরও তিনি পৌঁছান গন্তব্য (Congress Leader Adhir Chowdhury in Bagtui) ৷

By

Published : Mar 25, 2022, 10:27 AM IST

Published : Mar 25, 2022, 10:27 AM IST

Adhir Chowdhury in Rampurhat
বগটুই যাওয়ার পথে অধীরের গাড়ি থমকানো নিয়ে উঠছে প্রশ্ন

ভেদিয়া, 25 মার্চ : বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে যাওয়ার পথে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের ভেদিয়া রেলগেট আন্ডারপাসের কাছে আটকে যায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Congress Leader Adhir Chowdhury in Bagtui) গাড়ি ৷ জানা গিয়েছে, ওই আন্ডারপাশে একটা লরি যান্ত্রিক ত্রুটির কারণে থমকে যাওয়ায় আটকে পড়ে পিছনে থাকা অধীর চৌধুরীর গাড়ি । বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে । স্থানীয়রাও অবিলম্বে ওই এলাকায় নতুন আন্ডারপাসের দাবি জানিয়েছেন ।

তবে এই ঘটনায় কংগ্রেসের অভিযোগ, অধীর চৌধুরীকে আটকানোর জন্যই ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে । বৃহস্পতিবার বেলার দিকে বগটুই গ্রামের দিকে রওয়ানা দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । বর্ধমান থেকে বোলপুর যাওয়ার মুখে ভেদিয়া রেলওয়ে আন্ডারপাসে যানজটের কারণে আটকে যায় অধীর চৌধুরীর গাড়ি । গাড়ি থেকে নেমে পড়েন অধীর ৷ কংগ্রেস নেতৃত্বের অভিযোগ অধীরকে আটকাতেই বৃহস্পতিবার ভেদিয়াতে ইচ্ছা করে যানজট সৃষ্টি করা হয়েছিল ৷

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলাকে বেআইনি অস্ত্র ও বোমা মুক্ত করতে নামছে পুলিশ

ওই লরিটি বোলপুরের দিক থেকে গুসকরার দিকে আসছিল বলে খবর । পুলিশের দাবি, যান্ত্রিক গোলযোগের কারণে লরিটি আন্ডারপাসের মুখে দাঁড়িয়ে যায় । ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায় । সেই যানজটেই আটকে পড়ে অধীর চৌধুরীর গাড়ি । পরে পুলিশ এসে ক্রেনের সাহায্যে লরি সরানোর ব্যবস্থা করে । এরপর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন অধীর । তবে পুলিশ-প্রশাসন প্রদেশ কংগ্রেস সভাপতিকে বাধা দেওয়ার অভিযোগটি মানতে চায়নি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details