বর্ধমান, 19 জুন :"কোনওরকম তোলাবাজি চলবে না, কে কত বড় গুন্ডা আমি দেখে নেব ।" টোটো চালকদের কাছ থেকে তোলাবাজি করা নিয়ে এভাবেই হুঁশিয়ারি দিলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশিস সেন (Purba Bardhaman Police Super warns to Stop Extortion)।
অভিযোগ, বেশ কিছুদিন ধরেই বর্ধমান স্টেশন ও তেলিপুকুর এলাকার টোটো চালকদের কাছ থেকে তোলাবাজি করা হচ্ছে । শনিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে এক প্রশাসনিক সভাতে অংশ নেন জেলা পুলিশ সুপার কামনাশিস সেন । সেখানে তিনি বর্ধমান শহরে কীভাবে টোটো চলবে, তার গাইডলাইন বেঁধে দেন।
এরপরেই তিনি স্পষ্টভাবে বলেন, "কোনও তোলাবাজি চলবে না । আমি বলে দিয়েছি এখানে বর্ধমান শহরে কে গুন্ডা রয়েছে, আমি দেখতে চাই । আমি শুনেছি স্টেশনের বাইরে কেউ তোলাবাজি করেন। আর কেউ যদি এক পয়সাও দিয়েছেন আপনার বিরুদ্ধেও কেস করা হবে। কোনও তোলাবাজি চলবে না, এটা মেনে চলবেন । কারণ বর্ধমান আপনাদের শহর । আমরা আধিকারিকরা যে কোনওদিন এখান থেকে ট্রান্সফার হয়ে যাব । সাধারণ মানুষের কথা ভেবেই আমরা পদক্ষেপ নেব।"
আরও পড়ুন :পাহাড়ে নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু রাজ্য পুলিশের
তিনি আরও বলেন, "এবার বর্ধমান শহরে মোট 4 হাজার 100টি টোটো চলবে। প্রতি টোটোয় কিউআরকোড লাগানো থাকবে । তাই যে কোনও ব্যক্তি সেই কোড স্ক্যান করলে টোটোর মালিক কে, কোন রুটে চলবে ইত্যাদি সব তথ্য নিমেষে পেয়ে যাবেন । আর যে টোটোতে এই কোড থাকবে না সেই টোটো বাজেয়াপ্ত করা হবে । যাঁদের নামে টোটো রয়েছে তাঁরাই চালাবেন । তাঁর ছেলে বা বাবা কেউ চালাবেন না । আর কারও কাছে অনেক টাকা রয়েছে, অনেক টোটো কিনে নিলাম সেটা করা যাবে না । আমাদের কিন্তু একটা পদক্ষেপ করতে হবে, নাহলে বর্ধমান শহরে হাঁটা মুশকিল হয়ে যাবে ।"