কালনা, 6 জুন : পূর্ব বর্ধমান জেলায় কালনা মহকুমা হাসপাতালকে প্রি covid হাসপাতাল হিসেবে ঘোষণা করা হল । শুক্রবার হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখতে যান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় । স্বাস্থ্য দপ্তরের তরফে 100 টি বেডের কালনা মহকুমা হাসপাতালকে প্রি covid হাসপাতাল হিসেবে বেছে নেওয়া হয়েছে ।
প্রি covid হাসপাতাল পরিণত হল কালনা মহকুমা হাসপাতাল - প্রি covid হাসপাতাল
কালনা মহকুমা হাসপাতালকে প্রি covid হাসপাতাল হিসেবে ঘোষণা করা হল । বর্ধমানের গাংপুরের একটা বেসরকারি হাসপাতালকে covid হাসপাতালে রূপান্তরিত করা হবে। এতদিন কোরোনা আক্রান্ত রোগীদের দুর্গাপুর হাসপাতালে পাঠানো হচ্ছিল এখন সেইসব রোগীদের আর সেখানে পাঠানো দরকার হবে না ।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, কালনা মহকুমা হাসপাতালকে প্রি covid হাসপাতাল হিসেবে বেছে নেওয়ার পর সেখানকার যাবতীয় পরিকাঠামো গড়ার কাজ শুরু হয়েছে। দিন সাতেকের মধ্যেই সেখানে রোগীদের চিকিৎসা শুরু করা হবে। লকডাউন ঘোষণার আগে থেকেই কোরোনা রোগীদের চিকিৎসার জন্য দুর্গাপুরের covid হাসপাতালে রোগীদের ভরতি করা হচ্ছিল। প্রি covid হাসপাতাল হিসেবে বেছে নেওয়া হয়েছিল বর্ধমানের গাংপুরের একটা বেসরকারি হাসপাতালকে । সেই হাসপাতালকে covid হাসপাতালে রূপান্তরিত করা হবে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় বলেন, "রাজ্য সরকারের ঘোষণার পরেই কালনা মহকুমা হাসপাতালে পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে । 7 দিনের মধ্যেই এখানকার যাবতীয় কাজকর্ম শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে । এতদিন কোরোনা আক্রান্ত রোগীদের দুর্গাপুর হাসপাতালে পাঠানো হচ্ছিল এখন সেইসব রোগীদের আর সেখানে পাঠানো দরকার হবে না । তাদের ভরতি করা হবে বর্ধমানের গাংপুরের কোরোনা হাসপাতালে ।"