বর্ধমান, 21 মে : ঘূর্ণিঝড় যশের দাপটে সব ওলটপালট হয়ে যেতে পারে ৷ তাই ভাবনায় পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ৷ ফলে করোনা সামলে যশ মোকাবিলায় প্রস্তুতি শুরু হয়ে গেছে জেলায় । এক বছর আগের আমফান থেকে শিক্ষা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন স্তরে প্রস্তুতি শুরু হয়েছে । বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত রাখা হয়েছে ।
করোনার পাশাপাশি যশ মোকাবিলার প্রস্তুতি বর্ধমানে - যশ মোকাবিলার প্রস্তুতি বর্ধমানে
শুক্রবার বর্ধমানের বিডিএ সভাঘরে যশ মোকাবিলায় উচ্চ পর্যায়ের বৈঠক হয় ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, একদিকে যেমন সতর্ক করা হয়েছে সমস্ত ফেরিঘাটগুলিকে, তেমনই হাসপাতালে পর্যাপ্ত ওষুধ মজুত রাখা হচ্ছে ।
শুক্রবার পূর্ব বর্ধমানের বিডিএ সভাঘরে যশ মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠক হয় ৷ রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লা চৌধুরী, জেলাশাসক প্রিয়াংকা সিংলা ও জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা বৈঠক করেন । বৈঠকে জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, "যে ঘূর্ণিঝড় আসছে তা মোকাবিলা করার পাশাপাশি আমাদের করোনার সঙ্গেও লড়তে হবে । দুটো বিষয়কে একসঙ্গে সামাল দিতে হবে ৷" রাজ্যের প্রাণীসম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, "যশের মোকাবিলার সব কিছুর প্রস্তুতি রাখা হয়েছে ।"
জানা গিয়েছে আজকের বৈঠকের পর আগামীকাল জেলার প্রতিটি ব্লকে বৈঠক হবে । প্রশাসনের তরফে জানানো হয়েছে, একদিকে যেমন সতর্ক করা হয়েছে সমস্ত ফেরিঘাটগুলিকে, তেমনই হাসপাতালে পর্যাপ্ত ওষুধ মজুত রাখা হচ্ছে । জেলা পরিষদ ও জেলা প্রশাসন একসঙ্গে কাজ করবে ।