কাটোয়া, 12 ডিসেম্বর : "কৃষ্ণ ঘোষের নেতৃত্বে কাটোয়াতে মধুচক্রের র্যাকেট চলছে । আর এই টাকা রাজ্য এবং কেন্দ্র অবজ়ারভারদের পাঠানো হচ্ছে ... । তাই জনসাধারণকে সাবধান করি আগামী নির্বাচনে চিন্তাভাবনা করে ভোট দেবেন" । বিজেপি-র পূর্ব বর্ধমান গ্রামীণের সভাপতি কৃষ্ণ ঘোষের বিরুদ্ধে এই ধরনের পোস্টারে ছেয়ে গেছে গোটা কাটোয়া শহর । জেলা সভাপতি ছাড়াও পোস্টারে একাধিক বিজেপি নেতার নামও লেখা আছে । যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । বিজেপি-র অভিযোগ তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এই পোস্টার দিয়েছে । অন্যদিকে , তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বিষয়টি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে জানানো হয়েছে ।
কাটোয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, "তৃণমূল কংগ্রেস এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না । বিজেপির দলীয় কর্মীরাই এই ধরনের পোস্টার দিয়ে সত্যি কথাটা মানুষের সামনে তুলে ধরেছে । কৃষ্ণ ঘোষের বিরুদ্ধে দলের লোকেরাই এই ধরনের পোস্টার দিয়েছে । এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই । "
মধুচক্র চালানোর অভিযোগে পোস্টার বিজেপি নেতার বিরুদ্ধে - Katwa poster against BJP
কাটোয়া শহরজুড়ে কৃষ্ণ ঘোষের বিরুদ্ধে যে ধরনের পোস্টার পড়েছে তাতে তার বিরুদ্ধে মধুচক্রের র্যাকেট চালানোর অভিযোগ উঠেছে । সেখানে আরও কয়েকজন বিজেপি নেতার নাম রয়েছে । এই ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি বিজেপির । অন্য়দিকে , এই ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের নাম দিয়েছে তৃণমূল ।
এই পোস্টার ঘিরেই বিতর্ক শুরু হয়েছে
আরও পড়ুন , বর্ধমানে BJP নেতাদের বিরুদ্ধে পোস্টার
বিজেপি-র পূর্ব বর্ধমান গ্রামীণের জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন , "কাটোয়া বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস হারতে চলেছে । তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে । তাই তারা পরিকল্পনা করে বিজেপির বদনাম করার চেষ্টা করছে । এটা নিয়ে মাথাব্যাথার কিছু নেই ।"