বর্ধমান, 19 নভেম্বর : পরনে উর্দি ৷ মাথায় সাদা কাপড় বাঁধা আর হাতে লাঠি । একের পর এক টোটোতে ভাঙচুর চালাচ্ছেন । নিমেষের মধ্যে সোশাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হয় । তারপরই টুইটারে বিষয়টি নিয়ে সরব হন বর্ধমান-দুর্গাপুরের BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া । গতকাল এই ঘটনাকে কেন্দ্র করে জেলাশাসকের কাছে বর্ধমান জেলা BJP নেতৃত্ব ডেপুটেশনও দেয় । এই ঘটনায় অভিযুক্ত বর্ধমানের ট্র্যাফিক OC চিন্ময় বন্দ্যোপাধ্যায়কে শোকজ় করা হয়েছে ।
কয়েকদিন আগে ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । সেই ভিডিয়োতে দেখা যায়, ওই ট্র্যাফিক OC বর্ধমানের কার্জন গেট এলাকায় একের পর একট টোটোকে দাঁড় করাচ্ছেন । তারপর হাতে থাকা লাঠি নিয়ে টোটোগুলিতে ভাঙচুর চালাচ্ছেন । আর তাতে তাঁকে সাহায্য করছেন ঘটনাস্থানে উপস্থিত অন্য পুলিশকর্মীরা ।