পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ধমানে টোটো ভাঙচুর ট্র্যাফিক OC-র, শোকজ় - বর্ধমানে টোটোতে ভাঙচুর উর্দিধারীর

কয়েকদিন আগে এক পুলিশ অফিসারের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । সেই ভিডিয়োতে দেখা যায়, ওই পুলিশ অফিসার বর্ধমানের কার্জন গেট এলাকায় একের পর একট টোটোকে দাঁড় করাচ্ছেন । তারপর হাতে থাকা লাঠি নিয়ে টোটোগুলিতে ভাঙচুর চালাচ্ছেন । এই ঘটনায় অভিযুক্ত বর্ধমানের ট্র্যাফিক OC চিন্ময় বন্দ্যোপাধ্যায়কে শোকজ় করা হয়েছে ।

লাঠি চালাচ্ছে পুলিশ ।

By

Published : Nov 19, 2019, 11:22 AM IST

Updated : Nov 19, 2019, 2:47 PM IST

বর্ধমান, 19 নভেম্বর : পরনে উর্দি ৷ মাথায় সাদা কাপড় বাঁধা আর হাতে লাঠি । একের পর এক টোটোতে ভাঙচুর চালাচ্ছেন । নিমেষের মধ্যে সোশাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হয় । তারপরই টুইটারে বিষয়টি নিয়ে সরব হন বর্ধমান-দুর্গাপুরের BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া । গতকাল এই ঘটনাকে কেন্দ্র করে জেলাশাসকের কাছে বর্ধমান জেলা BJP নেতৃত্ব ডেপুটেশনও দেয় । এই ঘটনায় অভিযুক্ত বর্ধমানের ট্র্যাফিক OC চিন্ময় বন্দ্যোপাধ্যায়কে শোকজ় করা হয়েছে ।

কয়েকদিন আগে ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । সেই ভিডিয়োতে দেখা যায়, ওই ট্র্যাফিক OC বর্ধমানের কার্জন গেট এলাকায় একের পর একট টোটোকে দাঁড় করাচ্ছেন । তারপর হাতে থাকা লাঠি নিয়ে টোটোগুলিতে ভাঙচুর চালাচ্ছেন । আর তাতে তাঁকে সাহায্য করছেন ঘটনাস্থানে উপস্থিত অন্য পুলিশকর্মীরা ।

ভিডিয়োয় দেখুন...

এই ঘটনার পরই টুইটারে বিষয়টি নিয়ে সরব হন BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া । তিনি টুইট করেন, "বর্ধমানে পুলিশের টোটো চালকের উপর বলপ্রয়োগ এবং তাদের টোটোতে ভাঙচুর করার ঘটনা অত্যন্ত নিন্দনীয় । যদি ট্র্যাফিক নিয়ম লঙ্ঘন হয়ে থাকে তাহলে আইনি তদন্ত করা উচিত ছিল । ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে সেজন্য অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে কঠোর তদন্ত হওয়া উচিত । "

গতকাল এই ঘটনায় জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়ে জেলা BJP নেতৃত্ব ডেপুটেশন দেয় । এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক বৈঠক করা হবে জেলা BJP নেতৃত্বকে জানিয়েছেন জেলাশাসক । অভিযুক্ত চিন্ময় বন্দ্যোপাধ্যায়কে শোকজ় করা হয়েছে বলে জানা গেছে ।

Last Updated : Nov 19, 2019, 2:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details