বর্ধমান, 10 অক্টোবর : "মাথায় পাগড়ি ছিল বলেই পুলিশ বলবিন্দর সিংকে অপমান করে গ্রেপ্তার করার সাহস দেখিয়েছে । মাথায় গোল টুপি থাকলে পুলিশ এই সাহস দেখাতে পারত না ৷" আজ বর্ধমানে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাগড়ি বিতর্কে এমনই মন্তব্য করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷
যুব মোর্চার নবান্ন অভিযানের দিন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে পাগড়ি খুলে যায় বলবিন্দর সিং নামে এক ব্যক্তির ৷ যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিখ সম্প্রদায়ের মানুষরা ৷ BJP নেতারা এর নিন্দা করেন ৷ সেই বিষয়ে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, "বলবিন্দর সিং BJP নেতা প্রিয়াংগু পান্ডের ব্যক্তিগত দেহরক্ষী । দেহরক্ষীদের কেস দেওয়া কিংবা গ্রেপ্তার করার পদ্ধতি কোথাও নেই । তাঁকে অসম্মানজনকভাবে পুলিশ মারধর করে পাগড়ি খুলে দিয়েছে ৷ এটা ধিক্কারজনক ব্যাপার । আমি চ্যালেঞ্জ করছি পুলিশকে, বলবিন্দরের মাথায় যদি গোল টুপি মাথায় থাকত তাহলে কি পুলিশ তাঁকে এভাবে গ্রেপ্তার করতে পারত ? শিখ বলেই পুলিশ এটা করতে পেরেছে । খুবই লজ্জাজনক ঘটনা ।"