পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাওড়া-বর্ধমান লোকালে চলল গুলি, আত্মঘাতী কনস্টেবল - বর্ধমান

Police Constable Dies by Suicide: শুক্রবার হাওড়া-বর্ধমান লোকালে নিজের সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হন শুভঙ্কর সাধুখাঁ নামে এক পুলিশ কনস্টেবল । বছর 44-এর ওই কনস্টেবল র্ধমানের বড়নীলপুর এলাকার বাসিন্দা ৷ চলন্ত ট্রেনে গুলি চলায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে ৷

Police Constable Dies by Suicide
Police Constable Dies by Suicide

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 2:48 PM IST

Updated : Dec 15, 2023, 3:09 PM IST

বর্ধমান, 15 ডিসেম্বর: হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে নিজের সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক পুলিশ কনস্টেবল । তাঁর নাম শুভঙ্কর সাধুখাঁ (44) । তাঁর বাড়ি বর্ধমানের বড়নীলপুর এলাকায় । শুক্রবার ঘটনাটি ঘটেছে হাওড়া-বর্ধমান মেল লাইনের পালসিট স্টেশনের কাছে । রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারিবারিক কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি । এ দিন তিনি চলন্ত ট্রেনেই গুলি চালিয়ে আত্মহত্যা করেন ।

রেল সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালের দিকে হাওড়া-বর্ধমান মেনলাইন শাখায় একটা ট্রেনে গুলির আওয়াজ শুনে যাত্রীরা চমকে ওঠেন । পরক্ষণেই তাঁরা দেখেন একজন রক্তাক্ত অবস্থায় ট্রেনের কামরায় একটা সিটে পড়ে আছেন । তাঁর কপাল মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে । যাত্রীরা জানিয়েছেন, অন্যান্য যাত্রীদের সঙ্গে তিনি দু-একটা কথাও বলছিলেন । হঠাৎ কখন তিনি তাঁর রিভালবার বের করে গুলি চালান, সেটা কেউ খেয়াল করেননি ।

রেল পুলিশ জানিয়েছে, আপ হাওড়া-বর্ধমান লোকালে ট্রেনের শেষ দিকে যে মহিলা কামরা থাকে, সেখানে নিহত শুভঙ্কর সাধুখাঁ ডিউটি করছিলেন । তবে বেশ কয়েকদিন ধরেই তিনি পারিবারিক কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন । কিন্তু পারিবারিক কী ধরনের সমস্যায় তিনি ভুগছিলেন ? কার সঙ্গে তাঁর সমস্যা চলছিল, সেই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি ৷

রেলের তরফে তাঁর পরিবারে খবর দেওয়া হয়েছে ৷ তবে তাঁর পরিবারে কে কে আছেন, সেই বিষয়েও বিস্তারিত কোনও তথ্য হাতে আসেনি ৷ কিন্তু এই ঘটনা নতুন করে ট্রেনে যাত্রী নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ৷ কারণ, চলন্ত ট্রেনে এই ঘটনা ঘটেছে ৷ সেক্ষেত্রে গুলি অন্য কারও গায়ে লাগতে পারত ৷ তাছাড়া মানসিক অবসাদের জেরে পুলিশ বা সেনাকর্মীদের সার্ভিস রিভলবার বা অন্য় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা আগেও ঘটেছে ৷ এক্ষেত্রে তেমন ঘটলে, বড় দুর্ঘটনা ঘটে যেত ৷

আরও পড়ুন:

  1. বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্মে জলের ট্যাংক ভেঙে মৃত 3, আহত 34
  2. বর্ধমান স্টেশনে গেলে আদৌ বাড়ি ফিরব তো, প্রশ্ন নিত্যযাত্রীদের
  3. বর্ধমান মেডিক্যালে আহতদের দেখতে গিয়ে শিশুর পড়াশোনার খরচ নিজের হাতে তুলে নিলেন রাজ্যপাল
Last Updated : Dec 15, 2023, 3:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details