কালনা, ১৬ ফেব্রুয়ারি : সরস্বতী পুজোর মাইক বাজানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ। মাইক বাজানো বন্ধ করতে গেলে দুষ্কৃতীরা পুলিশের উপর চড়াও হয়। গাড়িতে ভাঙচুর চালায়। মারধর করে বলেও অভিযোগ। আক্রান্ত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। অভিযুক্তদের মধ্যে ছ'জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি কালনার নান্দাই এলাকার। অপরদিকে কালনারই সিদ্ধেশ্বরী মোড়ে প্রতিমা নিরঞ্জনের সময় মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে।
মাধ্যমিক পরীক্ষার জন্য মাইক বাজানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রশাসনিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে জোরে মাইক বাজানো হচ্ছিল নান্দাই আশ্রমপাড়া এলাকায়। বৃহস্পতিবার রাতে এই খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ। সেখানে মাইক বন্ধ করে থানায় ফিরছিলেন পুলিশকর্মীরা। পথে ধাত্রীগ্রাম বেলকুলির কাছে কয়েকজন মোটরবাইকে এসে পুলিশের গাড়ি থামিয়ে ভাঙচুর চালায়। আহত হন কয়েকজন পুলিশকর্মী। এরপরই কালনা থানার OC প্রণব বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থানে গিয়ে ছ’জনকে গ্রেপ্তার করেন।