পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bhatar Gang Rape: ভাতারে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার এক অভিযুক্ত - Bhatar Gang Rape

ভাতারে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় ধৃত 1 অভিযুক্ত (police arrests gang rape accused in bhatar) ৷

Bhatar Gang Rape
ভাতারে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার এক অভিযুক্ত

By

Published : Dec 17, 2021, 8:20 PM IST

ভাতার, 17 ডিসেম্বর : নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ভাতারে ৷ ঘটনায় অভিযুক্তদের মধ্য়ে এক যুবককে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ (police arrests gang rape accused in bhatar) । ধৃত যুবকের নাম সাহিরুদ্দিন চৌধুরী । তার বাড়ি ভাতারের বলগনা গ্রামে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার দাদার বন্ধু সাহিরুদ্দিন । বৃহস্পতিবার সন্ধে নাগাদ সাহিরুদ্দিন ফোন করে ওই নাবালিকাকে ডেকে পাঠায় । এরপর টোটোয় চাপিয়ে ওই নাবালিকাকে একটি মাঠে নিয়ে যায় । সেখানে ফজল নামে আরও এক যুবক ছিল । অভিযোগ ওই দুই যুবক মিলে ওই নাবালিকাকে ধর্ষণ করে । ঘটনার পর পালিয়ে যায় তারা ৷

আরও পড়ুন : কালনায় অবসাদে আত্মঘাতী আলুচাষি

রাতের দিকে কোনওরকমে ভাতার বাজার এলাকায় ওই নাবালিকা ফিরে আসে । স্থানীয় এক ব্যক্তিকে ঘটনার কথা জানায় । পরে পুলিশে অভিযোগ জানানো হয় । শুক্রবার পুলিশ সাহিরুদ্দিনকে গ্রেফতার করেছে । ফজল নামে অপর অভিযুক্ত পলাতক ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details