মঙ্গলকোট, 8 অগস্ট : তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রাক্তন উপপ্রধানের বাড়ি থেকে উদ্ধার হল প্রচুর বোমা ও অস্ত্র । জিয়াবুর রহমান নামে ওই তৃণমূল নেতাকে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) মঙ্গলকোট থানার পুলিশ গ্রেফতার করেছে । পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের ঝিলু-2 পঞ্চায়েতের ঘটনা ঘটেছে । তার বাড়ি থেকে 45 টি বোমা ও একটা গুলি ভরতি পাইপগান উদ্ধার করেছে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলকোট থানার পুলিশ রবিবার রাতে জিয়াবুরের বাড়িতে হানা দেয় । সেখান থেকে 45টি বোমা, একটা গুলি ভরতি পাইপগান উদ্ধার করেছে ।