গুসকরা, 21 ফেব্রুয়ারি : সদ্য বিজেপিতে যোগ দেওয়া ডাবলু আনসারির ভাই বাবলু আনসারিকে বেআইনি অস্ত্র আইনে গ্রেপ্তার করল গুসকরা থানার পুলিশ । গতকাল তাকে গুসকরার এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে ৷ তার কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি । এদিন তাকে বর্ধমান আদালতে তোলা হয় ।
যদিও বাবলু আনসারির দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে । তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি বলেও দাবি করেছে সে । বিজেপির অভিযোগ, ডাবলু আনসারি বিজেপিতে যোগ দেওয়ার কারণেই তাঁর ভাই বাবলু আনসারিকে ফাঁসানো হয়েছে । অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাবলু আনসারি এলাকায় দুষ্কৃতী বলেই পরিচিত ৷ তার কাছ থেকে অস্ত্র পেয়েছে বলেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে । উল্লেখ্য, মঙ্গলকোটের একসময়ের দাপুটে সিপিএম নেতা ডাবলু আনসারি । দিন চারেক আগে বিজেপিতে যোগ দেন । এরপর শনিবার তাঁর ভাই বাবলু আনসারিকে অস্ত্র আইনে গ্রেপ্তার করল পুলিশ ।