বর্ধমান, 10 জানুয়ারি: সরকারি হাসপাতালের ওষুধ পাঠানো হচ্ছে বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে ৷ শুধু তাই নয় সেই ওষুধ পাঠিয়ে দেওয়া হচ্ছে বীরভূম, শিলিগুড়ি, কলকাতা-সহ অন্যান্য জেলাগুলিতে (Sending Medicines From Government Hospitals to Private Nursinghomes) । এই অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে পূর্ব বর্ধমান জেলা পুলিশ । সোমবার রাতে শহরের পঞ্জাবfপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটা আবাসন থেকে সমস্তরকমের ওষুধ-সহ ওষুধের সরঞ্জাম উদ্ধার করেছে । গ্রেফতার করা হয়েছে সৌরেন রায় নামে এক ব্যক্তিকে। এদিন তাঁকে আদালতে তোলা হলে, বিচারক অভিযুক্তকে দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সৌরেন রায়ের খোসবাগান এলাকায় একটা ওষুধের দোকান ছিল । বছর পাঁচেক আগে ওই ব্যক্তি তার ওষুধের দোকান বিক্রি করে দেয় । কিন্তু তার গতিবিধি সুবিধার না-হওয়ায় তার উপর বেশ কিছুদিন ধরেই পুলিশ নজর রাখছিল ৷ তাঁর সম্বন্ধে সন্দেহজনক তথ্য হাতে আসে পুলিশের ৷ পূর্ব বর্ধমান পুলিশের পক্ষ থেকে রাজ্য ড্রাগ কন্ট্রোল ব্যুরোর সঙ্গে যোগাযোগ করা হয় । সোমবার রাতে ড্রাগ কন্ট্রোলের দুই অফিসারকে সঙ্গে নিয়ে সৌরেন রায়ের আবাসনে অভিযান চালায় পুলিশ । সেখান থেকে বেশ কিছু ওষুধ ও ওষুধের সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয় । অভিযুক্ত সৌরেন রায়কে গ্রেফতার করে ৷