রায়না, 11 জুলাই : চাকরি দেওয়ার নাম করে প্রতারণার দায়ে গ্রেপ্তার হল ব্যক্তি ৷ অভিযুক্তের নাম অশোক সাউ ৷ গতকাল তাকে বর্ধমান জেলা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে ৷
কলকাতা থেকে প্রতারণা চক্রের পান্ডা গ্রেপ্তার - বর্ধমান
পুলিশে চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা প্রতারণার দায়ে গ্রেপ্তার ব্যক্তি ৷ অভিযুক্তের নাম অশোক সাউ ৷ তাকে বর্ধমান জেলা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, কয়েকদিন ধরেই পুলিশে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করছিল চার জনের একটি দল ৷ তারা নীল বাতি লাগানো পুলিশের গাড়ি নিয়ে ঘোরাঘুরি করত ৷ একই সঙ্গে পুলিশের একটি জাল স্ট্যাম্প প্যাড নিয়ে তারা লাখ লাখ টাকার প্রতারণা করতে থাকে ৷ খবর পেয়ে, প্রথমে পুলিশ রাজেন হাজরা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার হয় আরও 3 জন ৷ তবে, মূল পান্ডার সন্ধান তখনও মেলেনি ৷ এরপর ধৃত ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ মূল পান্ডা অশোক সাউয়ের নাম জানতে পারে ৷ এরপর তাকে কলকাতার চিৎপুর থেকে গ্রেপ্তার করা হয় ৷
পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তারা বিভিন্ন তথ্য জানতে পেরেছে । এছাড়া বর্ধমান শহর লাগোয়া নাদরা এলাকায় তারা যে ঘর ভাড়া নিয়ে বসবাস করছিল সেই ঘর থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে । সেখান পুলিশের উর্দিও মিলেছে ।