পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Election 2023: মনোনয়ন ঘিরে উত্তপ্ত বড়শুলে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার 9 - বড়শুলে সিপিএম তৃণমূল সংঘর্ষ

বড়শুলে সিপিএম ও তৃণমূল সংঘর্ষের ঘটনায় গ্রেফতার নয় অভিযুক্ত ৷ ধৃতদের আজ আদালতে তোল হবে ৷

ETV Bharat
সিপিএম-তৃণমূল সংঘর্ষ

By

Published : Jun 13, 2023, 4:57 PM IST

বর্ধমান, 13 জুন:বড়শুলে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সিপিএম ও তৃণমূলের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার 9 ৷ শক্তিগড় থানার পুলিশ মঙ্গলবার গ্রেফতার করেছে অভিযুক্তদের ৷ ধৃতদের এদিন বর্ধমান জেলা আদালতেও তোলা হয় ৷

সোমবার বড়শুলে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে দু'টি রাজনৈতিক দলের মধ্যে ৷ সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বড়শুল ৷ ইটের আঘাতে শক্তিগড় থানার ওসি দীপক সরকারের মাথা ফেটে যায় । আহত হন আরও দু’জন পুলিশ কর্মী । পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না-যায় তার জন্য এলাকায় পুলিশও মোতায়েন করা হয় ৷ অশান্তি এড়াতে পুলিশ শাসকদলের কর্মীদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকেও দেখে নেওয়ার হুমকি দেয় শাসকদলের কর্মীরা ।

গতকাল বড়শুলে মনোনয়ন পত্র জমা দিতে যায় সিপিএমের প্রার্থীরা । তাদের সঙ্গে মিছিল করে যান দলের কর্মী-সমর্থকরাও । সিপিএমের অভিযোগ, শান্তিপূর্ণভাবে মিছিল করে দলীয় পতাকা নিয়ে বর্ধমান-2 নম্বর বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন দলীয় প্রার্থীরা । তাদের সঙ্গে মিছিলে দলীয় সমর্থকরাও ছিলেন ৷ বড়শুল মোড়ের কাছে শাসকদলের কর্মীরা মুখে সাদা কাপড় বেঁধে তাদের পথ আটকে দেয় । হঠাৎ করে তাদের মধ্যে থেকই কয়েকজন ব্যক্তি ইট ছুঁড়তে শুরু করে সিপিএম সমর্থকদের লক্ষ্য করে । এরপর লাঠি-রড-বাঁশ দিয়ে মেরে তাদের কর্মীদের মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ সিপিএমের ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷

আরও পড়ুন:নওশাদের নেতৃত্বে মনোনয়ন জমা দেওয়া ঘিরে রণক্ষেত্র ভাঙড়, গুলিবিদ্ধ আইএসএফ প্রার্থী

অভিযোগ অস্বীকার করেছে শাসকদল ৷ তাদের পালটা অভিযোগ, তৃণমূল কর্মীদের বর্ধমান-2 নম্বর বিডিও অফিসে বেশ কিছু কাজকর্ম ছিল । তারা যখন বিডিও অফিসের দিকে যাচ্ছিল সেই সময় সিপিএমের মিছিল থেকে তাদের লক্ষ্য করে ইট পাথর ছোঁড়া হয় । সেখান থেকে অশান্তির শুরু হয় । এছাড়া সিপিএমের কর্মী সমর্থকেরা মনোনয়ন জমা দেওয়ার নাম করে বাঁশে বেঁধে দলীয় পতাকা নিয়ে এসেছিল । সেই বাঁশ দিয়েই তারা অন্তত পনেরো কুড়িটা মোটরবাইকে ভাঙচুর চালায় । এমনটাই অভিযোগ শাসকদলের সমর্থকদের ৷

ABOUT THE AUTHOR

...view details