বর্ধমান, 5 জুন : পরিবেশকে রক্ষা করতে হলে এগিয়ে আসতে হবে আমাদের । পরিবেশের স্বার্থে কল্যাণমূলক কাজ করতে হবে । বিশ্ব পরিবেশ দিবসে এই বার্তা দিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা । জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া প্রত্যেকে 10টি করে গাছ লাগাতে বলেন ।
শনিবার বিশ্ব পরিবেশ দিবসে বর্ধমান জেলা বন বিভাগ ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে উল্লাস এলাকায় দশটি গাছের চারা রোপণ করা হয় । উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া প্রমুখ ।
জেলা বন দফতর সূত্রে জানা গিয়েছে, 470 হেক্টর জমিতে বৃক্ষরোপণ করা হবে । বন দফতর সব সময় চেষ্টা করছে কিভাবে পরিবেশকে রক্ষা করা যায় । কিভাবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা যায় । বন দফতরের তরফে সবার কাছে আবেদন, বৃক্ষরোপণ করুন তাহলে দূষিত হওয়ার হাত থেকে রক্ষা পাবে পৃথিবী ।