বর্ধমান, 6 জুলাই : বর্ধমানেও সেঞ্চুরি হাঁকাল পেট্রল । শতরানের মুখে দাঁড়িয়ে ডিজেলও । জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে বাড়ছে সবজি-সহ অন্যান্য জিনিসের দাম ৷ ফলে শহরবাসীর পকেটে টান ৷ সামান্য মাছ-ভাত জোটাতেও নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের ৷
কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় পেট্রলের দাম 100 টাকা ছুঁয়েছিল । এবার তা 16 পয়সা বাড়ল ৷ আজ বর্ধমানে পেট্রলের দাম ছিল 100 টাকা 16 পয়সা । এইভাবে দাম বাড়তে থাকায় স্বভাবতই ক্ষুব্ধ সাধারণ মানুষ ।
জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে গৃহবধূ অনুমিতা ঘোষ জানান, এমনিতেই জ্বালানি গ্যাসের দাম উর্ধ্বমুখী । সেইসঙ্গে পেট্রলের দামও 100 ছাড়িয়ে গেল । এমনিতেই করোনা পরিস্থিতির জেরে আর্থিক অবস্থা খারাপ । সংসার চালানো কঠিন হয়ে পড়ছে । বিষয়টি নিয়ে সরকারের ভাবনাচিন্তা করা উচিত ।