জামালপুর, 13 জুন : রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসী । পূর্ব বর্ধমানের জামালপুরের পাঁচলা মোড়ের বর্ধমান তারকেশ্বর রোডে ঘণ্টা পাঁচেক ধরে চলে এই অবরোধ । পরে জামালপুর থানার পুলিশ ও পঞ্চায়েত প্রধান গিয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলে আশ্বাস দেন । তারপর অবরোধ উঠে ।
জামালপুরে রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ - জামালপুরের পাঁচলা মোড়
রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল জামালপুরের বাসিন্দারা ৷ পুলিশ ও পঞ্চায়েত প্রধান গিয়ে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়ার পর ওঠে অবরোধ।
গ্রামবাসীর অভিযোগ , দীর্ঘদিন ধরে ওই এলাকার রাস্তা খারাপ হাল ৷ প্রায়ই রাস্তা দিয়ে পথ চলতে গিয়ে দুর্ঘটনায় মুখে পড়তে হয় । এছাড়াও সমস্যা পরে রোগী এবং তার পরিবারের লোকজনেরা ৷ কিন্তু এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতকে বারবার জানান হলেও তারা এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেননি ৷ তাই গ্রামবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন । তাঁদের আরও অভিযোগ, নেই যে সমস্ত রাস্তার সেই সমস্ত রাস্তা ঠিক করা হচ্ছে ৷ আর প্রয়োজনীয় এই রাস্তা সারাই করা হয়নি ৷
গতকাল বিক্ষোভ থামাতে আসা পাচরা গ্রাম পঞ্চায়েত প্রধান লালু হেমব্রম জানান," পাচরা মোড় থেকে মশাগ্রাম পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ কাজ আগেই শুরু হয়ে গিয়েছিল ৷ তবে, লকডাউনের ফলে কাজ আটকে গেছে ৷ " এছাড়াও তিনি আশ্বাস দিয়ে বলেন , "রাস্তা সারইয়ের কাঁচামাল এসে গেছে ৷ আশা করছি দ্রুততার সঙ্গে এই রাস্তা মেরামতের কাজও শুরু করা হবে ৷ "