পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Patna Police in Burdwan: বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, তদন্ত করতে বর্ধমানে পটনার পুলিশ

বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী (Ex-deputy chief minister of Bihar) সুশীল মোদিকে (Sushil Kumar Modi) খুনের হুমকি (Death threat) দেওয়ার তদন্ত করতে বর্ধমানে এল পটনার পুলিশ ৷ অভিযুক্তকে তারা আজ জিজ্ঞাসাবাদ করেছে (Patna Police in Burdwan)৷

patna-police-comes-to-burdwan-to-investigate-death-threat-to-ex-deputy-chief-minister-of-bihar
বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, তদন্ত করতে বর্ধমানে পটনার পুলিশ

By

Published : Sep 22, 2022, 8:09 PM IST

Updated : Sep 22, 2022, 8:14 PM IST

বর্ধমান, 22 সেপ্টেম্বর: বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী (Ex-deputy chief minister of Bihar) সুশীল মোদিকে (Sushil Kumar Modi) চিঠি পাঠিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগে চম্পা সোম ওরফে সোমাকে জিজ্ঞাসাবাদ করতে রাজ্যে এল পটনার পুলিশ (Patna Police in Burdwan)। সোমার সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন পুলিশ আধিকারিকেরা । পটনার পুলিশ জানিয়েছে, বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগের তদন্ত করতে এ দিন তারা বর্ধমানে আসে ।

বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে পূর্ব বর্ধমান জেলার চম্পা সোম ওরফে সোমার বিরুদ্ধে । পটনার সিনিয়র পুলিশ সুপারের কাছে চম্পা সোমের (সোমা) নামে লিখিত অভিযোগ জমা করেছেন সুশীল কুমার মোদি (Death threat)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্পিড পোস্টের মাধ্যমে বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা বর্তমানে রাজ্যসভার সদস্য সুশীল মোদিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে । তাঁকে যে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠির প্রেরক হিসেবে নাম ছিল চম্পা সোম ওরফে সোমার । সেই চিঠিতে লেখা হয়েছে, 'আমি একজন তৃণমূল কংগ্রেসের লিডার । মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন । তুমি একজন নরেন্দ্র মোদির এবং অমিত শাহের পেট ডগ । মমতা বন্দ্যোপাধ্যায় ও নীতীশ কুমার জিন্দাবাদ । আমি তোমাকে খুন করব ।' ইংরেজিতে টাইপ করা ওই স্পিড পোস্টের প্রেরক হিসেবে চম্পা সোম ওরফে সোমার নাম লেখা ছিল । তার ঠিকানা দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান জেলার ।

আরও পড়ুন:আরএসএসের মোহন ভাগবত রাষ্ট্রপিতা, দাবি ইমাম সংগঠনের প্রধানের

এ দিন চম্পা সোম বলেন, "ওরা আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, আমার সঙ্গে কথা বলে ওদের মনে হয়েছে যে, এই ধরনের কোনও কাজ আমি করতে পারি না । তাই তারা আমাকে আশ্বস্ত করেছে । আমার চিন্তার কিছু নেই । ওরা বুঝতে পেরেছে এই কাজ আমার নয় । আমি কোনও চিঠি কাউকে পাঠাইনি । হুমকি দেওয়া তো দূরের কথা ।"

তিনি আরও বলেন, "আদালতের এক আইনজীবী সুদীপ্ত রায় আদালতের অনেকের বিরুদ্ধেই চক্রান্ত করে খুনের হুমকি দিয়ে চিঠি পাঠাচ্ছেন । বিষয়টি পুলিশকে জানিয়েছি ।" চম্পা সোমের দাবি, তিনি কোনও রাজনৈতিক দলের কর্মী নন । তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে । তিনি ইংরেজিও জানেন না । এছাড়া তিনি সুশীল মোদি নামে কাউকে চেনেন না । তিনি আদালতে কাজ করেন । সুদীপ্ত রায় নামে এক ব্যক্তি অনেককেই এইভাবে ফাঁসানোর চেষ্টা করছে বলে অভিযোগ তাঁর ।

Last Updated : Sep 22, 2022, 8:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details