পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভিন রাজ্য থেকে ট্রেনে ফিরলেই স্ক্রিনিং টেস্ট বর্ধমানে - COVID-19

কোরোনা সর্তকতায় থার্মাল স্ক্রিনিং শুরু করল বর্ধমান জেলা প্রশাসন ৷ যাঁরা ভিন রাজ্য থেকে ট্রেনে করে ফিরছেন তাঁদের তালিকা না থাকায় সমস্যায় পড়েছে জেলা স্বাস্থ্য দপ্তর ৷ তাই বর্ধমান স্টেশন চত্বরে শুরু হল থার্মাল স্ক্রিনিং ৷

passengers screening in burdwan
ভিন রাজ্য থেকে ট্রেনে ফিরলেই স্ক্রীনিং টেস্ট বর্ধমানে

By

Published : Mar 17, 2020, 3:06 PM IST

বর্ধমান, 17 মার্চ : অন্য দেশ থেকে কিংবা ভিন রাজ্য থেকে যেসব যাত্রী প্লেনে করে কলকাতা এয়ারপোর্টে নামছেন তাঁদের তালিকা রাখা আছে জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে । তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে তবেই এয়ারপোর্ট থেকে ছাড়া হচ্ছে । কিন্তু যাঁরা ভিন রাজ্য থেকে ট্রেনে করে ফিরছেন তাঁদের তালিকা না থাকায় সমস্যায় পড়েছে জেলা স্বাস্থ্য দপ্তর । তাই যাঁরা ট্রেনে করে ভিন রাজ্য থেকে ফিরছেন তাঁদের জন্য থার্মাল স্ক্রিনিং শুরু করল বর্ধমান জেলা প্রশাসন ।

রাজধানী, শতাব্দী ও দুরন্ত সহ প্রায় পঞ্চাশটি ট্রেন চলাচল করে বর্ধমান স্টেশনের উপর দিয়ে ৷ ফলে ভিন রাজ্য থেকে অনেক যাত্রী জেলায় ফিরছেন ৷ জেলা প্রশাসন তাঁদের জন্য থার্মাল স্ক্রিনিং এবং সচেতনতা শিবিবের আয়োজন করেছে স্টেশন চত্বরে । স্ক্রিনিং টেস্টের সময় যদি কোনও অসঙ্গতি ধরা পড়ে তাহলে তাঁদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে ৷

ভিন রাজ্য থেকে ট্রেনে ফিরলেই স্ক্রিনিং টেস্ট বর্ধমানে

জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায় বলেন, ‘‘অন্য দেশ থেকে কিংবা রাজ্য থেকে এয়ারপোর্টে যাঁরা নামছেন তাঁদের তালিকা জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে রাখা আছে । কিন্তু যাঁরা ভিন রাজ্য থেকে ট্রেনে আসছেন সেই তালিকা না থাকায় অসুবিধা তৈরি হচ্ছে । মানুষের কাছে আবেদন করা হচ্ছে তাঁরা যেন অহেতুক আতঙ্ক না ছড়ায় । স্বাস্থ্য দফতরের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে চললে ভয়ের কিছু নেই । ’’

ABOUT THE AUTHOR

...view details