বর্ধমান, 12 মে : লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন বিভিন্ন স্কুলের আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকারা । একদিকে স্কুল বন্ধ থাকায় তাঁরা বেতন পাচ্ছেন না । অন্যদিকে, প্রাইভেট টিউশনও বন্ধ । স্বভাবতই আর্থিক সংকটে পড়েছেন তাঁরা । বর্ধমানে আংশিক সময়ের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আজ রাজ্য সরকারের কাছে পুরো বিষয়টি জানানো হয়েছে । যাতে বলা হয়েছে, সরকার যেন তাঁদের কথা ভেবে কিছু একটা পদক্ষেপ করে ।
আংশিক সময়ের শিক্ষক সংগঠন (WBSPTTA)-র পক্ষ থেকে আবেদনে জানানো হয়েছে, বিভিন্ন কলেজ যেভাবে আংশিক সময়ের শিক্ষকদের নিযুক্ত করে, স্কুলগুলিও যদি একইভাবে তাঁদের নিযুক্ত করে তাহলে পরিবারগুলি বেঁচে যায় । আংশিক সময়ের যেসব শিক্ষক- শিক্ষিকা আছেন তাঁদের কেউ কেউ 10 থেকে 15 বছর ধরে বিভিন্ন স্কুলে পড়ানোর কাজ করছেন । তাঁদের বেতন দেওয়া হয় স্কুলের ফান্ড থেকে । কেউ পান হাজার থেকে বারোশো টাকা, কেউ আবার 2000 টাকা । এই সামান্য বেতন এবং প্রাইভেট টিউশনের মাধ্যমে তাঁরা সংসার খরচ চালান । কিন্তু লকডাউনের জেরে সবকিছুই বন্ধ হয়ে গেছে । ফলে তাঁরা যাতে বেতন পান সেবিষয়ে সঠিক পদক্ষেপ করার জন্য আবেদনে জানানো হয়েছে ।