পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Purba Bardhaman Mishti hub: বর্ধমানের মিষ্টি হাব খোলা নিয়ে রয়ে গেল প্রশ্নচিহ্ন - পূর্ব বর্ধমানের খবর

বর্ধমানের মিষ্টি হাব খোলা নিয়ে রয়ে গেল বড়সড় প্রশ্নচিহ্ন ৷ প্রশাসন হাব খোলার ব্যাপারে তৎপর হলেও আশঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা (Opening of Mishti hub at Purba Bardhaman)৷

Opening of Mishti hub at Purba Bardhaman goes under the question
বর্ধমানের মিষ্টি হাব খোলা নিয়ে রয়ে গেল প্রশ্নচিহ্ন

By

Published : May 13, 2022, 8:47 AM IST

বর্ধমান, 12 মে:দিন কয়েক আগে জেলা প্রশাসনের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিষ্টি হাবের অবস্থা নিয়ে জেলাশাসকের কাছে জানতে চেয়েছিলেন (Purba Bardhaman Mishti hub)। এরপরেই প্রশাসনের তরফে মিষ্টি হাব খোলা নিয়ে উদ্যোগ নেওয়া হয় । প্রশাসনের তরফে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকও করা হয় । ফের মিষ্টি হাব খুলবে বলে আশার আলো দেখা যায় । বৈঠকে স্থির হয় মিষ্টি হাবের সামনে সরকারি ও বেসরকারি বাস দাঁড় করানোর ব্যবস্থা করা হবে ।

কিন্তু এ সব সত্ত্বেও ব্যবসায়ীরা আশ্বস্ত হতে পারছেন না । তাঁদের মতে, এর আগেও মিষ্টি হাব খোলার পরে খদ্দেরের অভাবে মিষ্টি হাব বন্ধ হয়ে গিয়েছিল । পরবর্তীকালে প্রশাসনের তরফে মিষ্টি হাবের পাশে দু নম্বর জাতীয় সড়কে বাস দাঁড় করানোর চিন্তা ভাবনা করা হয় । জোর করে বাস দাঁড় করানোও হয় । কিন্তু পরিস্থিতি তাতে বদলায়নি ।

আরও পড়ুন:এবার মিষ্টি তৈরির তারিখ ও খাওয়ার উপযুক্ত সময়সীমা উল্লেখ করতে হবে দোকানদারদের

মিষ্টি ব্যবসায়ী প্রমোদ কুমার সিং বলেন, এর আগেও মিষ্টি হাব খোলার পরে খদ্দেরের অভাবে মিষ্টি হাব বন্ধ হয়ে যায় । জোর করে বাস দাঁড় করানোর চেষ্টা করা হয় । কিন্তু ব্যবসাকে লোকসানের হাত থেকে বাঁচানো যায়নি । তাই এখনও দোকান খোলার পরিস্থিতি নেই । বিষয়টি নিয়ে তারা প্রশাসনের সঙ্গে আলোচনা করছেন বলে জানান তিনি (Opening of Mishti hub at Purba Bardhaman)।

ABOUT THE AUTHOR

...view details