বর্ধমান, 12 মে:দিন কয়েক আগে জেলা প্রশাসনের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিষ্টি হাবের অবস্থা নিয়ে জেলাশাসকের কাছে জানতে চেয়েছিলেন (Purba Bardhaman Mishti hub)। এরপরেই প্রশাসনের তরফে মিষ্টি হাব খোলা নিয়ে উদ্যোগ নেওয়া হয় । প্রশাসনের তরফে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকও করা হয় । ফের মিষ্টি হাব খুলবে বলে আশার আলো দেখা যায় । বৈঠকে স্থির হয় মিষ্টি হাবের সামনে সরকারি ও বেসরকারি বাস দাঁড় করানোর ব্যবস্থা করা হবে ।
কিন্তু এ সব সত্ত্বেও ব্যবসায়ীরা আশ্বস্ত হতে পারছেন না । তাঁদের মতে, এর আগেও মিষ্টি হাব খোলার পরে খদ্দেরের অভাবে মিষ্টি হাব বন্ধ হয়ে গিয়েছিল । পরবর্তীকালে প্রশাসনের তরফে মিষ্টি হাবের পাশে দু নম্বর জাতীয় সড়কে বাস দাঁড় করানোর চিন্তা ভাবনা করা হয় । জোর করে বাস দাঁড় করানোও হয় । কিন্তু পরিস্থিতি তাতে বদলায়নি ।