পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আদিবাসী মহিলাকে গণধর্ষণ, অভিযুক্ত 3 - আদিবাসী মহিলাকে গণধর্ষণ, অভিযুক্ত 3

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওই নির্যাতিতা বাড়ির উঠোনে থাকা শৌচালয়ে যাওয়ার সময় তিন দুষ্কৃতী তার গলায় কাস্তে ঠেকিয়ে মুখ টিপে ধরে স্থানীয় নির্জন জায়গায় তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ।

One tribal woman physically assulted , three people
আদিবাসী মহিলাকে গণধর্ষণ, অভিযুক্ত 3

By

Published : Oct 14, 2020, 4:31 PM IST

কালনা, 14 অক্টোবর : শৌচালয়ে যাওয়ার সময় এক আদিবাসী মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযাগে উঠল তিনজনের বিরুদ্ধে । পূর্ব বর্ধমানের নাদনঘাটের ঘটনা ৷ গুরুতর অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনায় পুলিশের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় BJP নেতৃত্ব ৷

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওই নির্যাতিতা বাড়ির উঠোনে থাকা শৌচালয়ে যাওয়ার সময় তিন দুষ্কৃতী তার গলায় কাস্তে ঠেকিয়ে মুখ টিপে ধরে স্থানীয় নির্জন জায়গায় তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে । এরপর কোনওরকমে সে ফিরে এসে ঘটনার কথা বাড়িতে জানায় । আজ সকালে তাকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় । নাদনঘাট থানার পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

BJP নেতা কৃষ্ণ ঘাষে বলেন, " যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় । ভিন রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পথে নামেন ৷ অথচ এই রাজ্যের কোনও মহিলা আক্রান্ত হলে মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন । পুলিশ কেন এখনও দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারেনি প্রশ্ন তোলেন তিনি । "

ABOUT THE AUTHOR

...view details