পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

5 কেজি হেরোইন সহ গ্রেফতার পাচারকারী - কলকাতা পুলিশের এসটিএফ

বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার এক পাচারকারী ৷ পূর্ব বর্ধমানের মেমারি থেকে ওই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ ৷ ধৃতের কাছ থেকে প্রায় 5 কেজি ওজনের হেরোইন উদ্ধার করা হয়েছে ৷

one smuggler arrested by kolkata polices stf with five kg heroin in east bardhaman
5 কেজি হেরোইন সহ গ্রেফতার 1 পাচারকারী

By

Published : Mar 2, 2021, 5:12 PM IST

পূর্ব বর্ধমান, 2 মার্চ : মাদক সহ এক পাচারকারীকে পূর্ব বর্ধমানের মেমারি থানার রসুলপুর থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ ৷ ধৃত মাদক পাচারকারীর নাম সুনীল হাওলাদার ৷ মঙ্গলবার মেমারি থানার রসুলপুর এলাকা থেকে এসটিএফ ওই পাচারকারীকে গ্রেফতার করেছে ৷ ধৃতের কাছ থেকে প্রায় 5 কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে এসটিএফ ৷

এসটিএফ সূত্রে খবর, পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকা থেকে কলকাতায় বিপুল পরিমাণ মাদক পাচারের খবর পান গোয়েন্দারা ৷ সেইমতো এসটিএফের একটি দল পূর্ব বর্ধমানের উদ্দেশে রওনা দেয় ৷ সেখানে পৌঁছে স্থানীয় পুলিশ প্রশাসনের মদতে মেমারি থানার রসলপুর থেকে অভিযুক্ত পাচারকারীকে গ্রেফতার করে এসটিএফ ৷ অভিযুক্ত আউশগ্রাম থেকে কলকাতার উদ্দেশে বিপুল পরিমাণ মাদক নিয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : ঘোলায় কয়েক কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার 2

ধৃত পাচারকারী সুনীল হাওলাদার আউশগ্রামের বাসিন্দা ৷ তার কাছ থেকে 5 কেজি হেরোইন উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে ৷ যার বাজারমূল্য কয়েক লাখ টাকা ৷ অভিযুক্তকে গ্রেফতারের পর কলকাতায় নিয়ে আসা হয়েছে ৷ কোথা থেকে এই মাদক সে পেয়েছে, কোথায় মাদকগুলি পাচার করছিল, তা জানতে ধৃত সুনীল হাওলাদারকে জেরা করবে এসটিএফ ৷

ABOUT THE AUTHOR

...view details