পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ধমান কোরোনা হাসপাতালে মৃত্যু একজনের - বর্ধমান কোরোনা হাসপাতাল

জেলা প্রশাসনের বুলেটিনে জানানো হয়েছে , রবিবার পর্যন্ত বর্ধমানের কোরোনা হাসপাতালে 74 জন ভরতি ছিলেন । গত 24 ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে । যদিও মৃত্যুর কারণ জানা যায়নি । তাঁর নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে ।

Bardhaman
বর্ধমান

By

Published : May 11, 2020, 11:00 PM IST

বর্ধমান, 11 মে : কোরোনা হাসপাতালে মৃত্যু হল আরও একজন রোগীর । গত 24 ঘন্টায় নতুন করে আরও চারজন ভরতি হয়েছেন । হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে আরও তিনজনকে । যদিও তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি ৷ তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷

জেলা প্রশাসনের বুলেটিনে জানানো হয়েছে , রবিবার পর্যন্ত বর্ধমানের কোরোনা হাসপাতালে 74 জন ভরতি ছিলেন । গত 24 ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে । যদিও মৃত্যুর কারণ জানা যায়নি । তাঁর নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে । এখন সেখানে মোট 74 জন ভরতি আছেন । তাঁদের মধ্যে ছয় জনকে CCU তে রাখা হয়েছে । 15 জনকে অক্সিজেন দিতে হচ্ছে ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে , রবিবার নমুনা পরীক্ষার জন্য 183 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে । সবকটি নমুনাই কলকাতার RG কর হাসপাতালে পাঠানো হয়েছে ।

উল্লেখ্য , বর্ধমান কোরোনা হাসপাতালে রোগী মৃত্যু নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে ৷ গত তিনদিনে মোট সাতজনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ রোজ রোগী মৃত্যুর ঘটনায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ৷

ABOUT THE AUTHOR

...view details