পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডাইনি অপবাদে বৃদ্ধাকে ঘরবন্দী করে রাখার অভিযোগে গ্রেপ্তার 4 - purba bardhaman

ডাইনি অপবাদ দিয়ে বৃদ্ধাকে একঘরে করে রাখার অভিযোগ গ্রামবাসীর একাংশের বিরুদ্ধে । বৃদ্ধার অভিযোগ, এক সাধু এসে তাঁকে ডাইনি অপবাদ দেয় । তারপর থেকে গ্রামের বাসিন্দাদের একাংশ তাঁকে নিজের বাড়িতেই আটকে রাখে ।

পূর্ব বর্ধমান
ডাইনি অপবাদে ঘরবন্দী বৃদ্ধা, প্রশাসনের সহায়তায় গ্রেপ্তার 4

By

Published : Jun 18, 2020, 6:32 AM IST

মন্তেশ্বর, 17 জুন : বেশ কয়েকদিন আগে এক সাধু গ্রামে এসে জানায়, ডাইনি থাকায় গ্রামের উন্নতি হচ্ছে না । তাই ডাইনিকে মেরে ফেলতে হবে । এরপরই গ্রামের এক বয়স্ক মহিলাকে চিহ্নিত করা হয় ৷ তাঁকে ডাইনি অপবাদ দিয়ে আটকে রাখা হয় বাড়িতে ৷ ঘটনা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের মাঝেরগ্রামের উত্তরপাড়া এলাকার ।

বৃদ্ধাকে এই নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, গ্রামে এক সাধু এসেছিলেন ৷ আমাকে দেখিয়ে তিনি বলেন আমি ডাইনি ৷ এই অপবাদ দিয়ে আমাকে সবাই একঘরে করে রেখেছে ৷

বিষয়টি পঞ্চায়েত প্রধান ও BDO অফিসে জানানো হয় ৷ তারপর প্রশাসন নড়েচড়ে বসে । গ্রাম থেকে 4 জনকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ । যদিও ওই বৃদ্ধার পরিবারের অভিযোগ, তাদের বাড়িতে 20-30 জন গ্রামবাসী খুনের হুমকি দিয়ে যায় । বিষয়টি নিয়ে তারা আতঙ্কিত ।

ABOUT THE AUTHOR

...view details