বর্ধমান, 24 এপ্রিল : বর্ধমানের খণ্ডঘোষে নতুন করে একজনের শরীরে কেরোনা পজ়িটিভ ধরা পড়েছে । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে খণ্ডঘোষে যে ব্যক্তি কোরোনায় আক্রান্ত হয়েছিলেন এই ব্যক্তি তাঁরই এক আত্মীয় ।
গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছিল, খণ্ডঘোষের বাদুলিয়ায় কোরোনা আক্রান্তের পরিবারের 9 জন সদস্যের নমুনা সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয়েছিল । তাঁদের সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে । কিন্তু আক্রান্ত ব্যক্তির আরও 10 জন আত্মীয়ের নমুনার রিপোর্ট আসা বাকি । তাঁদের মধ্যেই আজ একজনের রিপোর্ট পজ়িটিভ এসেছে ।