পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ধমানের কোরোনা হাসপাতালে মৃত আরও 1 - বর্ধমানের কোরোনা হাসপাতালে মৃত এক

কোরোনা হাসপাতালে বুধবার পর্যন্ত মোট 44 জন ভরতি আছেন । গত 24 ঘণ্টায় 15 জনকে ছুটি দেওয়া হয়েছে ৷ আজ মৃত্যু হয়েছে একজনের ।

Bardhaman
বর্ধমান

By

Published : Apr 29, 2020, 9:50 PM IST

বর্ধমান , 29 এপ্রিল : ফের বর্ধমানের কোরোনা হাসপাতালে মৃত্যু হল একজনের । তবে তাঁদের মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি ৷ এদিকে নতুন করে কোরোনা সংক্রমণ সন্দেহে ভরতি করা হয়েছে ছয় জনকে ।

জেলা প্রশাসনের দেওয়া বুলেটিনে জানানো হয়েছে , এখনও পর্যন্ত কোরোনা হাসপাতালে মোট 202 জন ভরতি হয়েছেন । তবে এখন কোরোনা হাসপাতালে বুধবার পর্যন্ত মোট 44 জন ভরতি আছেন । আজ মৃত্যু হয়েছে একজনের । তবে তাঁর মৃত্যুর কারণ সম্বন্ধে বুলেটিনে কিছু জানানো হয়নি । গত 24 ঘণ্টায় 15 জনকে ছুটি দেওয়া হয়েছে । এখন যাঁরা ভরতি আছেন , তাঁদের মধ্যে সাতজনকে CCU তে রাখা হয়েছে । অক্সিজেন দিতে হয়েছে আটজনকে ।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে , আজ যে রোগীর মৃত্যু হয়েছে তাঁর নমুনা পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়েছে । রিপোর্ট না আসা পর্যন্ত কী কারণে মৃত্যু হয়েছে সেটা বলা যাচ্ছে না ।

এনিয়ে কোরোনা হাসপাতালে ম়ৃত্যু হয়েছে মোট পাঁচজনের ৷ প্রত্যেকের ক্ষেত্রেই মৃত্যুর কারণ এখনও জানা যায়নি ৷ তাঁদের প্রত্যেকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details