বর্ধমান , 29 এপ্রিল : ফের বর্ধমানের কোরোনা হাসপাতালে মৃত্যু হল একজনের । তবে তাঁদের মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি ৷ এদিকে নতুন করে কোরোনা সংক্রমণ সন্দেহে ভরতি করা হয়েছে ছয় জনকে ।
জেলা প্রশাসনের দেওয়া বুলেটিনে জানানো হয়েছে , এখনও পর্যন্ত কোরোনা হাসপাতালে মোট 202 জন ভরতি হয়েছেন । তবে এখন কোরোনা হাসপাতালে বুধবার পর্যন্ত মোট 44 জন ভরতি আছেন । আজ মৃত্যু হয়েছে একজনের । তবে তাঁর মৃত্যুর কারণ সম্বন্ধে বুলেটিনে কিছু জানানো হয়নি । গত 24 ঘণ্টায় 15 জনকে ছুটি দেওয়া হয়েছে । এখন যাঁরা ভরতি আছেন , তাঁদের মধ্যে সাতজনকে CCU তে রাখা হয়েছে । অক্সিজেন দিতে হয়েছে আটজনকে ।