বর্ধমান, 17 জুলাই: বর্ধমানে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক ব্যক্তির । জ্বর, সর্দি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছিল । 14 জুলাই তাঁর সোয়াব টেস্ট করা হয় । পরে রিপোর্ট পজ়িটিভ আসে ।
ফের কোরোনায় মৃত্যু পূর্ব বর্ধমানে - Corona
বর্ধমান মেডিকেল কলেজে মৃত্যু হল কোরোনা আক্রান্তের । এরপরই সেই এলাকাটি বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়।
ঘটনার পরই ওই ব্যক্তি যে এলাকায়় থাকতেন তা বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় । ওই পরিবারের সদস্যদের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে ।
গতকাল সন্ধে পর্যন্ত জেলায় আরও 10 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । তাদের মধ্যে তিনজন বর্ধমান শহরের, একজন কাটোয়া পৌরসভার, একজন দাঁইহাট পৌর এলাকার, একজন কাটোয়া 1 ব্লকের, একজন কেতুগ্রাম 1 ব্লকের, একজন মেমারি 2 ব্লকের, একজন গলসি 2 ব্লকের ও একজন খণ্ডঘোষের বাসিন্দা ।
পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন, "ফের একটা দুঃখজনক ঘটনা ঘটেছে বর্ধমানে । কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির । ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই।"