বর্ধমান, 20 মার্চ : কোরোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ সোশাল মিডিয়ায় এই গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি ৷ ধৃত ব্যক্তির নাম শম্ভুনাথ পান । তার বাড়ি বর্ধমান শহরের মুচিপাড়া এলাকায় । গতকাল তাকে গ্রেপ্তার করা হয় ৷
পুলিশ সূত্রে জানা গেছে, শম্ভুনাথ পান নামে ওই ব্যক্তি ফেসবুকে পোস্ট করেন, কোরোনায় আক্রান্ত হয়ে মেমারির একজন মারা গেছেন ৷ সোশাল মিডিয়ায় তা ভাইরাল হয় । নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ ৷ গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে ।
পুলিশি হেপাজতে আসার পর ধৃত শম্ভুনাথ জানায়, "খবরটা আমার ফোনে এসেছিল ৷ সেই খবর আমি সোশাল মিডিয়ায় আপলোড করি ৷ যোগোমায়া ঘোষ নামে এক মহিলার নম্বর থেকে আমার ফোনে খবরটি আসে ৷"
ধৃতের আত্মীয়া সরস্বতী ঘোষ বলেন , "মেমারির একজন কোরোনায় আক্রান্ত হয়েছে মারা গেছেন বলে গুজব রটে ৷ এই খবরটি ও সোশাল মিডিয়াতে আপলোড করার পরই হইচই পরে যায় ৷ পুলিশকে ওকে গ্রেপ্তার করে ৷ শম্ভুনাথ খবরটি ও তৈরি করেনি ৷ ওর ফোনে এসেছিল ৷"
ভুয়ো খবর নিয়ে কী বলেন ধৃত এবং তার আত্মীয় ? দেখুন ভিডিয়োয়... বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন , "কোরোনা সংক্রান্ত মৃত্যুর ভুয়ো খবর সোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । আজ তাকে আদালতে তোলা হবে ।"