পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঝাড়খণ্ডের নদীতে ভাসছে নিখোঁজ চাষির মৃতদেহ, এলাকাবাসীর বিক্ষোভ

ঝাড়খণ্ডের নদীতে এক চাষির মৃতদেহ ভাসতে দেখা যায়। মৃতের নাম নুরাই মল্লিক (৪৫)। পরিবারের অভিযোগ, নুরাই মল্লিককে খুন করা হয়েছে।

নদীতে ভাসছে নুরাই মল্লিকের মৃতদেহ

By

Published : Feb 28, 2019, 8:47 PM IST

ভাতার, ২৮ ফেব্রুয়ারি : ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর ঝাড়খণ্ডের নদীতে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখা গেল। নাম নুরাই মল্লিক (৪৫)। বাড়ি পূর্ব বর্ধমান জেলার ভাতারের আলিনগর গ্রামে। তিনি পেশায় একজন চাষি। আজ সকালে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মৃতদেহের ছবি ছড়িয়ে পড়তেই আলিনগর গ্রামের বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে স্থানীয়রা বর্ধমান নতুনহাট বাদশাহী রোড অবরোধ করেন। পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়েছে।

ঝাড়খণ্ড জেলার রাধানগর থানার বাসিন্দা শওকত আলি। তিনি নুরাই মল্লিকের মধ্যস্থতায় চাষিদের ধান ঝাড়ার মেশিন ভাড়া দিয়েছিলেন। মেশিন ভাড়া বাবদ শওকত আলি প্রায় ১ লাখ টাকা পেতেন। সেই টাকাই তিনি নুরাই মল্লিকের কাছে দাবি করেন। জানা গেছে, ২০ ফেব্রুয়ারি শওকত আলি, নুরাই মল্লিককে ডেকে পাঠান। তারপর থেকে নুরাই মল্লিকের খোঁজ পাওয়া যায়নি। পরিবারের তরফে ভাতার থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। কিন্তু পরিবারের অভিযোগ, পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।

নুরাইয়ের বিবি রুকসানা বেগম জানান, আজ সকালে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নুরাইয়ের মৃত্যুর খবর তাঁদের কাছে এসে পৌঁছায়। পুলিশ যদি আগে কোনও ব্যবস্থা নিত তাহলে তাঁকে খুন হতে হত না।

পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে স্থানীয়রা ভাতারের কামারপাড়া থেকে বর্ধমান রোড অবরোধ করেন। অবরোধ চলাকালীন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা দুর্ভোগে পড়েন। ঘটনাস্থানে পুলিশ এলে এলাকাবাসী তাদের ঘিরে বিক্ষোভ দেখান। পুলিশ দোষীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে অবরোধ ওঠে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details