জৌগ্রাম, 29 জুলাই: জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে জেসিবি মেশিনে ধাক্কা চারচাকা গাড়ির ৷ এই ঘটনায় মৃত্যু হয়েছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে ব্যস্ত থাকা এক কর্মীর । মৃতের নাম তরুণ মান্না(45)। ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা ড্রাইভার-সহ ছ'জন । ঘটনাটি ঘটেছে শনিবার বর্ধমানের জৌগ্রামে 2 নম্বর জাতীয় সড়কে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরের দিকে চারচাকা গাড়ি করে কলকাতা থেকে পুরুলিয়া যাচ্ছিল একটা পরিবার । গাড়িতে ড্রাইভার-সহ মোট ছ'জন ছিলেন । বর্ধমানের জৌগ্রামের কাছে সেটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ এক মোটর সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে জাতীয় সড়কের ধারে একটা জেসিবি মেসিনে চারচাকা গাড়িটি সজোরে ধাক্কা মারে । ঘটনায় জেসিবি মেসিনে থাকা কর্মী তরুণ মান্না-সহ গাড়িতে থাকা ছ'জন আহত হন । আহতদের মধ্যে তিনজনকে তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বাকি চারজনকে অনাময় হাসপাতালে ভরতি করা হয় । সেখানে তরুণ মান্নাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা । আঝাপুর ফাঁড়ির পুলিশ চারচাকা গাড়িটিকে আটক করেছে ।